#কলকাতা: উজ্জ্বল ত্বক কে না চায়? স্বাস্থ্যোজ্জ্বল ত্বক হলে শুধু বাইরে থেকে নয়, দেখে ভিতর থেকেও একজনকে সুস্থ মনে হয়। তাই সবারই ইচ্ছে, দাগহীন উজ্জ্বল ত্বক পাওয়া। কিন্তু সব সময়ে সুন্দর ত্বক পাওয়া সহজ হয়ে ওঠে না। এর জন্য অনেককেই বহু কাঠখড় পোড়াতে হয়। কেউ কেউ আবার বাজারচলতি সব রকমের প্রোডাক্ট ব্যবহার করেও কোনও ফল পান না। যাদের প্রথম থেকেই অয়েলি স্কিন তাদের ত্বক নিয়ে আরও একটু বেশি সতর্ক থাকতে হয়।
অয়েলি স্কিন দেখতে ভাল লাগলেও, বহু সমস্যার সম্মুখীন হয়। যত রকমের ত্বক সম্পর্কিত সমস্যা যেমন অ্যাকনে, পিম্পলস, হোয়াইট হেডস, ব্ল্যাকহেডস এগুলি হয়েই থাকে অয়েলি স্কিনে। ব্ল্যাকহেডস এমন একটি সমস্যা যা হলে গোটা সৌন্দর্যই মাটি হয়ে যায়। বিশেষ করে নাকের ওপর এই ব্ল্যাকহেডস দেখা গেলে রীতিমতো হিমশিম খাওয়ার অবস্থা হয়।
আরও পড়ুন- চুল ঠিকঠাক বাড়ছে তো? ডায়েটে এই খাবারগুলি রাখলে আপনিও হতে পারেন 'রাপুনজেল'
পার্লারে গিয়ে বহু টাকা খরচ করে এই ব্ল্যাকহেডস থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেন অনেকেই। কিন্তু জানেন কি বাড়িতে বসেও ব্ল্যাকহেডস থেকে মুক্তি পাওয়ার উপায় রয়েছে। যখন ত্বকের ওপেন পোরস-এ ময়লা ঢুকতে থাকে তখনই ব্ল্যাকহেডস তৈরি হয়। বিশেষ করে নাকে, গালে থুতনিতে ব্ল্যাকহেডস দেখা যায়। আপনার রান্নাঘরেই এমন কিছু জিনিস আছে যেগুলি ব্যবহার করলে ব্ল্যাকহেডসের সমস্যাই হবে না। সামনেই পুজো। তাই জেনে রাখুন ঘরে বসেই কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন। রইল এমনই একটি ঘরোয়া পদ্ধতি-
কী কী দরকার?
- একটি কলা- ২ টেবিল চামচ ওটস- ১ টেবিল চামচ মধুকীভাবে বানাবেন?
প্রথমে কলাটিকে চটকে নিন। অন্যদিকে ওটস ক্রাশ করে নিন। একটি বাটিতে ওটস এর সঙ্গে চটকানো কলা এবং মধু ভালো করে মেশান। এবার এই মিশ্রণ সারা মুখে ভালো করে লাগিয়ে স্ক্রাব করতে থাকুন। ৫-৭ মিনিট ধরে স্ক্রাব করুন। হয়ে গেলে হালকা গরম জল দিয়ে মুখটা ধুয়ে ফেলুন। এতে ত্বকের ওপেন পোরস বন্ধ হয়ে যায়। ফলে সেখানে ময়লা ঢুকে ব্ল্যাকহেডস হওয়ার সম্ভাবনা থাকে না।
আরও পড়ুন- লেদারের ব্যাগ, জুতো বেশিদিন টিকিয়ে রাখতে চান? মেনে চলুন এই কয়েকটি বিষয়
প্রসঙ্গত ওটস ত্বকের মরা কোষ গুলি বের করে ফেলতে সাহায্য করে এবং ত্বক পরিষ্কার রাখে। মধু ত্বককে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে। আর অয়েলি স্কিনের ক্ষেত্রে কলা খুবই কার্যকরী। তাই এই ঘরোয়া টোটকা ব্যবহার করে সহজেই ব্ল্যাকহেডস থেকে আপনি দূরে থাকতে পারেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Skin Care