বিভিন্ন ফ্যাবরিকের ব্যাগ, জুতো বাজারে এলেও চামড়ার জিনিসের জায়গা কেউ নিতে পারেনি। তাই আজও যাঁরা ফ্যাশন সচেতন তাঁদের সংগ্রহে একটা চামড়া বা লেদারের ব্যাগ, বেল্ট, ওয়ালেট, জুতো পাওয়া যায়ই। লেদারের জিনিস মানেই তার দামও বেশি। কিন্তু এই শখের শৌখিন জিনিসটি যত্ন করার বিশেষ কয়েকটি পদ্ধতি রয়েছে। না হলে লেদারের জিনিসের আয়ুও কমতে থাকে। তাই জেনে নিন চামড়া বা লেদারের জিনিস যত্নে কীভাবে রাখবেন।