হোম » ছবি » লাইফস্টাইল » লেদারের ব্যাগ, জুতো বেশিদিন টিকিয়ে রাখতে চান? মেনে চলুন এই কয়েকটি বিষয়

Lifestyle news: লেদারের ব্যাগ, জুতো বেশিদিন টিকিয়ে রাখতে চান? মেনে চলুন এই কয়েকটি বিষয়

  • Bangla Digital Desk

  • 16

    Lifestyle news: লেদারের ব্যাগ, জুতো বেশিদিন টিকিয়ে রাখতে চান? মেনে চলুন এই কয়েকটি বিষয়

    বিভিন্ন ফ্যাবরিকের ব্যাগ, জুতো বাজারে এলেও চামড়ার জিনিসের জায়গা কেউ নিতে পারেনি। তাই আজও যাঁরা ফ্যাশন সচেতন তাঁদের সংগ্রহে একটা চামড়া বা লেদারের ব্যাগ, বেল্ট, ওয়ালেট, জুতো পাওয়া যায়ই। লেদারের জিনিস মানেই তার দামও বেশি। কিন্তু এই শখের শৌখিন জিনিসটি যত্ন করার বিশেষ কয়েক‌টি পদ্ধতি রয়েছে। না হলে লেদারের জিনিসের আয়ুও কমতে থাকে। তাই জেনে নিন চামড়া বা লেদারের জিনিস যত্নে কীভাবে রাখবেন।

    MORE
    GALLERIES

  • 26

    Lifestyle news: লেদারের ব্যাগ, জুতো বেশিদিন টিকিয়ে রাখতে চান? মেনে চলুন এই কয়েকটি বিষয়


    ১) চামড়ার জিনিস সব সময়ে একটি নির্দিষ্ট বাক্সে রাখুন। তবে দুই সপ্তাহ অন্তর বাক্স থেকে বের করে খোলা জায়গায় রাখুন। এতে জিনিসটি ভালো থাকবে।

    MORE
    GALLERIES

  • 36

    Lifestyle news: লেদারের ব্যাগ, জুতো বেশিদিন টিকিয়ে রাখতে চান? মেনে চলুন এই কয়েকটি বিষয়

    ২) লেদারের জিনিস কখনও ভাঁজ করবেন না। এতে জিনিসটির উপরে স্থায়ী দাগ পড়ে যাবে। এছাড়া লেদারের ব্যাগ হলে তা ফাঁকা না রেখে খবরের কাগজ বা বাবল র‍্যাপ ভরে রাখুন। এতে ব্যাগের শেপ কখনওই নষ্ট হবে না।

    MORE
    GALLERIES

  • 46

    Lifestyle news: লেদারের ব্যাগ, জুতো বেশিদিন টিকিয়ে রাখতে চান? মেনে চলুন এই কয়েকটি বিষয়

    ৩) অনেকে চামড়ার জিনিসকে পরিস্কার ও চকচকে দেখানোর জন্য তেল বা কন্ডিশনার ব্যবহার করেন। কিন্তু এতে ব্যাগের রংয়ের ক্ষতি হয় এতে। বাজারে লেদার প্রোডাক্টে জেল্লা ফেরাতে নির্দিষ্ট কন্ডিশনার পাওয়া যায়। সে‌টাই ব্যবহার করুন।

    MORE
    GALLERIES

  • 56

    Lifestyle news: লেদারের ব্যাগ, জুতো বেশিদিন টিকিয়ে রাখতে চান? মেনে চলুন এই কয়েকটি বিষয়

    ৪) এছাড়া লেদারের জিনিস পরিস্কার করারও আলাদা ক্লিনার পাওয়া যায় বাজারে। যে কোনও অনলাইন বিপনীতেও পেয়ে যাবেন এটি। ক্লিনারটি দিয়ে পরিষ্কার করার পরে হালকা ভিজে তুলো দিয়ে মুছতে থাকুন। দেখবেন যাতে চামড়ার গায়ে কোনও ভাবে সাবান না লেগে থাকে। বছরে ২-৩ বার এই ভাবে পরিষ্কার করুন।

    MORE
    GALLERIES

  • 66

    Lifestyle news: লেদারের ব্যাগ, জুতো বেশিদিন টিকিয়ে রাখতে চান? মেনে চলুন এই কয়েকটি বিষয়

    ৫) বর্ষায় বৃষ্টিতে কখনও লেদারের ব্যাগ জুতো ইত্যাদি ব্যবহার করবেন না। এতে লেদারের ক্ষতি হয়। কখনও জল লেগে গেলে তা সঙ্গে সঙ্গে ঝেড়ে মুছে শুকিয়ে নিন।

    MORE
    GALLERIES