নারীত্বের উদযাপন, হ্যাশট্যাগ BAWRI FIRKY!
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
কথায় আছে বাণিজ্যে বসতে লক্ষ্মী, আর সেই লক্ষ্মীই যদি ব্যবসা শুরু করেন তাহলে? হ্যাঁ, মেয়েরা এখন আর কিছুতেই পিছিয়ে নেই ৷
#কলকাতা: কথায় আছে বাণিজ্যে বসতে লক্ষ্মী, আর সেই লক্ষ্মীই যদি ব্যবসা শুরু করেন তাহলে? হ্যাঁ, মেয়েরা এখন আর কিছুতেই পিছিয়ে নেই ৷ আকাশে বিমান ওড়ানো থেকে শেয়ার মার্কেট, বাণিজ্যে সবেতেই এগিয়েই মহিলারা ৷ আর সেটাই এবার নতুনভাবে প্রমাণ করতে এগিয়ে এলেন স্বাতী বাজোরিয়া ও শিল্পা ঝাওয়ার ৷ খুলে ফেললেন ‘Bawri Firki’ ৷
তা কী এই Bawri Firki?
Bawri Firki- এমন এক জায়গা যেখানে উঠে এল বাংলার ডিজাইন, বাংলার সৃষ্টি ৷ বিশেষ করে কাঁথা স্টিচকে সঙ্গে নিয়েই এক শিল্পের বাজার তৈরি করে ফেললেন স্বাতী বাজোরিয়া ও শিল্পা ঝাওয়ার ৷ যেখানে উঠে এল কাঁথা স্টিচের নানা সম্ভার ৷
advertisement
advertisement
Bawri Firki-তে হাজির ছিলেন উষা উত্থুপ, চৈতি ঘোষাল, শবরী দত্ত-র মতো ব্যক্তিত্বরা ৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 15, 2019 5:13 PM IST