শীতের সকালে মানুষের ঢল! বছরের শেষ দিনে পর্যটকের জোয়ারে ভাসল মুকুটমনিপুর, কী হচ্ছে সেখানে? দেখুন

Last Updated:

বছরের শেষ দিনে কুয়াশা-মোড়া সকাল আর ঝলমলে রোদের মেলবন্ধনে উৎসবমুখর হয়ে উঠেছে বাঁকুড়ার মুকুটমনিপুর।

+
কুয়াশা

কুয়াশা ঢাকা মুকুটমনিপুর 

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বছরের শেষ দিন—৩১শে ডিসেম্বর। কুয়াশা মোড়া শীতের সকালেই যেন অন্য রূপে ধরা দিল বাঁকুড়ার রাণী মুকুটমনিপুর। ভোরের নরম কুয়াশার আড়াল ভেদ করে সূর্যের প্রথম আলো পড়তেই ধীরে ধীরে প্রাণ ফিরে পেল এই জনপ্রিয় পর্যটন কেন্দ্র। শীতের ছুটিকে কেন্দ্র করে সকাল থেকেই মানুষের ঢল নামতে শুরু করে মুকুটমনিপুরে। পরিবার, বন্ধু, প্রেমিক-প্রেমিকা—সবাই যেন বছরের শেষ দিনটিকে স্মরণীয় করে তুলতে ছুটে এসেছেন প্রকৃতির কোলে।
মুকুটমনিপুরের বিশাল জলাধার ও সবুজ পাহাড়ঘেরা পরিবেশ এই সময়ে আরও মনকাড়া হয়ে ওঠে। কুয়াশা আর ঝলমলে রোদের লুকোচুরি খেলায় জলরাশির ওপর পড়া আলো তৈরি করে এক অনন্য দৃশ্য। পর্যটকদের অন্যতম আকর্ষণ নৌকো বিহার। ঠান্ডা হাওয়ার স্পর্শ আর শান্ত জলের বুকে নৌকোর ছন্দে ছুটে চলা—সব মিলিয়ে এক আলাদা রোমাঞ্চ অনুভব করেন পর্যটকেরা। কেউ কেউ ক্যামেরাবন্দি করছেন প্রাকৃতিক সৌন্দর্য, কেউ আবার ব্যস্ত সেলফি আর গ্রুপ ছবিতে।
advertisement
advertisement
দফায় দফায় জল ছাড়া হচ্ছে মুকুটমণিপুরের কংসাবতী জলাধারে। জল ছাড়া দৃশ্য দেখতে গুটিকয়েক পর্যটক হাজির হয়েছেন। বৃষ্টি হচ্ছে অনবরত। আর সেই বৃষ্টির জেরে জল ছাড়তে বাধ্য হচ্ছে জলধার কর্তৃপক্ষ। (তথ্য-নীলাঞ্জন ব্যানার্জী)
advertisement
পিকনিকের আবহে মুখরিত গোটা এলাকা। বিভিন্ন জায়গায় বসেছে ছোট-বড় পিকনিক পার্টি। রান্নার গন্ধ, হাসি-ঠাট্টা আর গান-বাজনায় জমে উঠেছে উৎসবের মেজাজ। শীতের আরাম, রোদ পোহানো দুপুর আর খোলা প্রকৃতি—সব মিলিয়ে মুকুটমনিপুর যেন বছরের শেষ দিনে এক বিশাল মিলনক্ষেত্র। পর্যটকদের সুবিধার জন্য স্থানীয় প্রশাসনের তরফে নিরাপত্তা ও ব্যবস্থাপনাও চোখে পড়ার মতো।
স্থানীয় ব্যবসায়ীদের মুখেও হাসি। খাবারের দোকান, নৌকো পরিষেবা, হস্তশিল্প ও ছোটখাটো বিপণনে ভালোই ভিড় লক্ষ্য করা যায়। পর্যটকদের আগমনে বছরের শেষ দিনে অর্থনৈতিক দিক থেকেও চাঙ্গা মুকুটমনিপুর এলাকা।
advertisement
সব মিলিয়ে কুয়াশা-মোড়া সকালে শুরু হয়ে ঝলমলে রোদে ভেজা এই দিনটি মুকুটমনিপুরকে পরিণত করেছে বাঁকুড়ার সবচেয়ে বড় ও আকর্ষণীয় ডেস্টিনেশনে। বছরের শেষ দিনে প্রকৃতির কোলে আনন্দ, বিশ্রাম আর উৎসবের স্বাদ পেতে মুকুটমনিপুর যে সেরা ঠিকানা, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
শীতের সকালে মানুষের ঢল! বছরের শেষ দিনে পর্যটকের জোয়ারে ভাসল মুকুটমনিপুর, কী হচ্ছে সেখানে? দেখুন
Next Article
advertisement
Raihan Vadra Engagement: বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
  • বাগদান হয়ে গেল রাইহান বঢরার৷

  • প্রিয়াঙ্কা এবং রবার্ট বঢরার পুত্র রাইহান৷

  • বান্ধবী আভিভা বেগের সঙ্গে বাগদান সম্পন্ন৷

VIEW MORE
advertisement
advertisement