Baluchori Saree: আর লাখ টাকা নয়, এবার একেবারে বাজেটে মিলবে বালুচরি শাড়ি
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
Last Updated:
এই সস্তার বালুচরি শাড়ি দীর্ঘদিন ধরেই বানিয়ে আসছেন বিষ্ণুপুরের বালুচরি শিল্পীরা। তবে এই শাড়ি প্রচারের আলোয় না আসায় বিক্রি সেরকম হয়নি
বিষ্ণুপুর, বাঁকুড়া, অনিকেত বাউরি: বালুচরি শাড়ির নাম শুনলেই চোখ চকচক করে, কিন্তু দাম শুনেই মন দমে যায়! কিন্তু এবার আর চিন্তা নেই। বাজেটের মধ্যে মিলবে বালুচরি শাড়ি। মধ্যবিত্তদের জন্য খুশির খবর। একেবারে নাগালের মধ্যে পাবেন বালুচরি শাড়ি।
বাঁকুড়ার মন্দির নগরী বিষ্ণুপুরের বিখ্যাত এই বালুচুরি শাড়ি, দেশ-বিদেশে ছড়িয়ে রয়েছে এর সুখ্যাতি। কিন্তু মধ্যবিত্তরা সাধ থাকলেও দামের জন্অয কিনতে পারেন না বালুচরি। কিন্তু দাম এবার একেবারে হাতের নাগালে।
এবার বিষ্ণুপুরে ৬৫০০ টাকা থেকে পাওয়া যাচ্ছে বালুচরি। এই শাড়িকে শিল্পীরা তন্তুজ বিপিএল বালুচুরি বলেন। এই শাড়ির দাম শুরু হচ্ছে ৬৫০০ টাকা থেকে। সাড়ে সাত হাজার, আট হাজার, নয় হাজার- দশ হাজারের শাড়ি হার মানাবে বেনারসিকে। শাড়ির ডিজাইনে ফুটে উঠেছে শকুন্তলা, রামায়ণ, মহাভারতের নানা উপাখ্যাণ।
advertisement
advertisement
এই সস্তার বালুচরি শাড়ি দীর্ঘদিন ধরেই বানিয়ে আসছেন বিষ্ণুপুরের বালুচরি শিল্পীরা। তবে এই শাড়ি প্রচারের আলোয় না আসায় বিক্রি সেরকম হয়নি ।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 11, 2025 11:29 AM IST









