Ayurvedic Skin & Hair Care: চুল, ত্বকে ফল-ফুলের ব্যবহার রূপচর্চার প্রাচীন পদ্ধতি; আজ থেকে কাজে লাগান আপনিও!

Last Updated:

Pushpa Ayurvedic Tips: আয়ুর্বেদ শাস্ত্রে ‘পুষ্প আয়ুর্বেদ’ নামে একটি অধ্যায় রয়েছে। এখানে বলা হয়েছে, বিভিন্ন ভেষজ গাছের ফুল দিয়ে সব ধরনের রোগের চিকিৎসা সম্ভব।

#নয়াদিল্লি: নানা ধরনের ফুল আর ফল ব্যবহার করা হয় প্রসাধনী সামগ্রী তৈরি করতে। জুঁই ফুলের গন্ধযুক্ত তেল কিংবা গোলাপের গন্ধের ভরা ক্রিম তো কতই হয়। তা নিয়ে মাতামাতিও অঢেল। কিন্তু ফল আর ফুলে কী এমন আছে, যা ত্বকের যত্ন নেয়? আয়ুর্বেদ শাস্ত্রে ‘পুষ্প আয়ুর্বেদ’ নামে একটি অধ্যায় রয়েছে। এখানে বলা হয়েছে, বিভিন্ন ভেষজ গাছের ফুল দিয়ে সব ধরনের রোগের চিকিৎসা সম্ভব। আয়ুর্বেদ মতে, ত্বকে যাই লাগানো হয় তাই ত্বকের খাদ্য। এর গভীর প্রভাব রয়েছে।
ফুলে থাকে নানা ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন, মিনারেল। কোনও প্রসাধনী সামগ্রীতে ফুলের কিছু অংশ ব্যবহার করলে এ সবই চলে যায় তাতে। সে ধরনের প্রসাধনী মুখে মাখলে ত্বক তুলতুলে হয়। সঙ্গে চেহারায় ঔজ্জ্বল্য আসে। ফল ও ফুলের রস ত্বকে লাগলে তা চামড়ায় ভিতরে ঢুকে যায়। সেই রসের প্রভাবে রক্তচলাচল ভাল হয় বলেও মনে করেন চিকিৎসকরা। সেই সঙ্গে ত্বকের উপরের স্তরে জমে থাকা ময়লা সাফ হয় এই রসে।
advertisement
advertisement
ফল এবং ফুলে আবার একধরনের সুগন্ধী তেল থাকে। সেটাই পরাগমিলনের জন্য প্রজাপতি এবং মৌমাছিদের আকৃষ্ট করে। এই তেলই সূর্যের প্রখর তাপ থেকে ফুলকে রক্ষা করে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। যা অ্যান্টিমাইক্রোবিয়াল হিসাবে দুর্দান্ত। ছত্রাক এবং ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধে এর জুড়ি মেলা ভার। এবার এই তেলকে ভালো পারফিউম বা প্রসাধনী হিসাবে সংরক্ষণ করতে পারলে অসাধারণ উপকার মিলবে।
advertisement
ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ার পাশাপাশি ফলের পিএইচ মাত্রা থাকে খুব কম। ত্বক এমন পুষ্টিগুণ সমৃদ্ধ জুস পছন্দ করে। কম পিএইচ স্কিন টোনকে সমান করে, রক্তের প্রবাহ বাড়ায়, ক্ষতিকারক মাইক্রোবায়ালের বৃদ্ধি রোধ করে এবং ত্বকের ছিদ্র পরিষ্কার রাখে। আদিকাল থেকেই ত্বকের যত্নে তাজা ফলের রস ব্যবহার হয়ে আসছে। আধুনিক গবেষণাতেও এর কার্যকারিতা প্রমাণিত।
advertisement
প্রাচীন রাজপরিবারের কাহিনী পড়লেও হামেশাই পাওয়া যায় রানি এবং রাজকন্যাদের গোলাপজলে স্নান করার কথা। ধূপের ধোঁয়ায় চুল শুকানোর ছবি। জাফরান, গোলাপ এবং জুঁই ফুল ছিল ভারতীয় রাজকন্যাদের রূপচর্চার অবিচ্ছেদ্য অঙ্গ।
ত্বকচর্চায় সবচেয়ে বেশি যে ফলের ব্যবহার হয়ে আসছে সেটা পাতিলেবু। শুধু ত্বক নয়, চুলের যত্নেও এর বহুল ব্যবহার রয়েছে। অন্য দিকে পর্তুগিজদের হাত ধরে গাঁদা ভারতে পা দেওয়ার পর থেকেই তার জীবাণুরোধী বৈশিষ্টের জন্য ব্যবহার হচ্ছে। আয়ুর্বেদে রঙ উজ্জ্বল করতে ব্যবহার হয় পদ্মের কেশর। আবার চুলের সমস্যা সমাধানের ঘরোয়া টোটকা হিসাবে প্রচলিত জবার পাপড়ি। আধুনিক প্রযুক্তির সাহায্যে এসবই এখন প্যাকেটজাত। চাইলেই হাতের কাছে পাওয়া যায়। তাই এর ভরপুর ফায়দা তোলা উচিত।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Ayurvedic Skin & Hair Care: চুল, ত্বকে ফল-ফুলের ব্যবহার রূপচর্চার প্রাচীন পদ্ধতি; আজ থেকে কাজে লাগান আপনিও!
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement