শরীর নীরোগ রাখতে এবং মনকে শান্ত করতে প্রাচীনকালে যোগাভ্যাস করতেন মুনি ঋষিরা। সঙ্গে চলত বিভিন্ন মুদ্রার অনুশীলন। যোগশাস্ত্র মতে, এই মুদ্রায় থাকা অবস্থায় কয়েক মিনিট কাটালেই শরীর ৯০ শতাংশ দূষণমুক্ত হয়ে যেতে পারে। এখানে তেমনই কয়েকটি হাতের মুদ্রা নিয়ে আলোচনা করা হল, যেগুলির নিয়মিত অনুশীলন শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করবে।