Tikki Rasgulla Chaat: সেমাই টকদই চাটনি দিয়ে রসগোল্লার হযবরল স্বাদের দাম ১৪০ টাকা! খেয়ে কেমন লাগল ফুড ব্লগারের?

Last Updated:

Tikki Rasgulla Chaat: সম্প্রতি ফুড ব্লগার অঞ্জলি ধিংড়া (Food Blogger Anjali Dhingra) এই আজব স্বাদ চাখতে হাজির হয়েছিলেন৷

রসগোল্লা ফের ভাইরাল৷ আবারও এক ফুড ব্লগারের কল্যাণে৷ তবে এ বার তাঁর অভিজ্ঞতা বিশেষ সুবিধের নয়!
কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল৷ সেই ভিডিওতে দেখা গিয়েছিল এক ব্যক্তি রসগোল্লা চাট তৈরি করছেন সেমাই, টকদই এবং চাটনি দিয়ে (Tikki Rasgulla Chaat)৷ সম্প্রতি ফুড ব্লগার অঞ্জলি ধিংড়া (Food Blogger Anjali Dhingra) এই আজব স্বাদ চাখতে হাজির হয়েছিলেন৷
আরও পড়ুন : দই ও তেঁতুলের চাটনি দিয়ে রসগোল্লার চাট, খেয়েছেন? তুমুল ভাইরাল ভিডিও...
খাওয়ার পর কেমন ছিল তাঁর অভিজ্ঞতা? শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে৷ অঞ্জলির ভিডিও এখনও অবধি শেয়ার করা হয়েছে ৮৪ হাজারেরও বেশি বার৷
advertisement
advertisement
ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে ফুড ব্লগার অদিতি দাঁড়িয়ে আছেন সেই দোকানের সামনে, যেখানে ‘টিক্কি রসগুল্লা চাট’ বিক্রি হচ্ছে৷
আরও পড়ুন : চাটনি হোক বা আচার, বহু জটিল অসুখ দূর রাখতে শীতের আহারে অবশ্যই রাখুন জলপাই
হাতে প্লেট নিয়ে কামড় দেন অদিতি৷ কিন্তু সে স্বাদ তিনি আদৌ উপভোগ করেননি৷ তার অভিজ্ঞতা এবং অভিব্যক্তিই সব কথা বলে দেয়৷ ভিডিওতেই স্পষ্ট, রসগোল্লার এই খাপছাড়া স্বাদে ফুড ব্লগার অদিতি হতাশ! তিনি এই চাট কিনতে খরচ করেছেন ১৪০ টাকা৷ সব মিলিয়ে, তাঁর হতাশা আরও জমাট হয়ে ওঠে৷ ভিডিওর ক্যাপশনে অদিতি লেখেন, ‘‘আপার প্রিয় স্ট্রিট ফুড কী?’’
advertisement
View this post on Instagram

A post shared by So Saute (@sooosaute)

advertisement
আরও পড়ুন : হৃদরোগ ও মধুমেহ থেকে দূরে থাকতে চান? রান্নায় তেজপাতা দিতে ভুলবেন না
অদিতি একা নন৷ অনেকেই এই আজব রসগোল্লার স্বাদ গ্রহণ করেছেন৷ আরতির পোস্টে তাঁরা নিজেদের হতাশা চেপেও রাখতে পারেননি৷ ভুক্তভোগী এক নেটিজেন লিখেছেন, ‘‘আমি ওঁর মুখে হাতাশা দেখতে পাচ্ছি৷’’ দয়া করে ঐতিহ্যবাহী এরকম একটি মিষ্টি স্বাদের সঙ্গে অর্থহীন পরীক্ষা নিরীক্ষা করবেন না-আর্তি ওই নেটিজেনের৷ আর এক নেটিজেন পৌঁছে গিয়েছেন বাঙালির অনুভূতিতে৷ তিনি লিখেইছেন, এরকম কাণ্ডে একজন বাঙালির হৃদয় আহত হয়৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Tikki Rasgulla Chaat: সেমাই টকদই চাটনি দিয়ে রসগোল্লার হযবরল স্বাদের দাম ১৪০ টাকা! খেয়ে কেমন লাগল ফুড ব্লগারের?
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement