Coochbehar Temple: প্রকৃতির মাঝে ইতিহাসে ডুব দিতে চাইলে ছোট্ট ছুটিতে আসুন কোচবিহারের এই প্রাচীন শিবমন্দিরে
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Coochbehar Temple: বর্তমান সময়ে এমনই একটি পর্যটনের জায়গা হিসেবে পরিচিত শিব মন্দিরের নাম অনাথনাথ শিব মন্দির। দীর্ঘ সময়ের ঐতিহ্যবাহী শিব মন্দিরের স্থাপনার বিষয় নিয়ে আজও প্রচুর রহস্য রয়ে গিয়েছে।
সার্থক পণ্ডিত, কোচবিহার: জেলা কোচবিহারে দীর্ঘ সময়ের পুরনো ঐতিহ্য ও নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দীর্ঘ পুরনো ঐতিহ্য ও নিদর্শন গুলোকে কেন্দ্র করে পর্যটনের জায়গা তৈরি হয়েছে জেলায়। বর্তমান সময়ে এমনই একটি পর্যটনের জায়গা হিসেবে পরিচিত এই শিব মন্দির। দেবালয়ের নাম অনাথনাথ শিব মন্দির। দীর্ঘ সময়ের ঐতিহ্যবাহী শিব মন্দিরের স্থাপনার বিষয় নিয়ে আজও প্রচুর রহস্য রয়ে গিয়েছে। এই মন্দিরের স্থাপনার বিষয়ে একাধিক মত প্রচলিত রয়েছে লোকমুখে। তবে এটি কী কারণেই মন্দির স্থাপন করা হয়েছিল সেই রহস্য আজও রহস্যই রয়ে গিয়েছে।
মন্দিরের পুরোহিত বৈকুণ্ঠনাথ তিওয়ারি জানান, ‘‘শুধু নবদ্বীপ থেকে আসা পন্ডিত ও ব্রাহ্মণেরা এই মন্দির স্থাপনায় অংশ নিয়েছিলেন। তখনই এই মন্দিরের নাম রাখা হয় অনাথনাথ শিব মন্দির। বর্তমান সময়ে এই মন্দিরের বয়স ঠিক কত, তা কেউ বলতে পারবেন না। অনুমান করা হয় এই মন্দির রাজ আমলেরও পুরনো মন্দির। দীর্ঘ সময়ের পুরনো এই মন্দিরে রীতি মেনে পুজো করা হয় সকল দেবতাদের। তবে মূলত শিব মন্দির হওয়ার কারণে ভগবান শিবের পুজোর নিয়ম রয়েছে বেশি। প্রতিদিন নিত্যপুজোর পাশাপাশি বছরের বিশেষ সময়গুলিতে বিশেষ পুজোর আয়োজন করা হয়।’’
advertisement
তিনি আরও জানান, ‘‘এই মন্দিরে একাধিক শিবলিঙ্গের পুজো করা হয়ে থাকে। রাজ আমল থেকেই এই সংকল্প মানা হচ্ছে। তবে এর সঠিক কী কারণ রয়েছে সেটা প্রত্যেকের অজানা। বর্তমান সময়ে এই মন্দিরে বছরের বিভিন্ন সময়ে বহু ভক্তবৃন্দের সমাগম ঘটে।’’ এলাকার এক স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ বণিক জানান, ‘‘দীর্ঘ সময়ের রাজ আমলের পুরনো এই মন্দিরকে কেন্দ্র করে স্থানীয় মানুষদের আবেগ রয়েছে অনেকটাই। বর্তমানে এই শিব মন্দির সঠিক কথাটা সময় আগে স্থাপন করা হয়েছিল তা বলা এক প্রকার অসম্ভব বিষয়।’’
advertisement
advertisement
আরও পড়ুন : কৌশিকী অমাবস্যার সন্ধ্যায় করুন এই ছোট্ট কাজ! দুঃসময় কাটিয়ে অর্থ, সুখ-সমৃদ্ধি ফিরবে জীবনে
সামনেই আসন্ন পুজোর ছুটি। যাঁরা প্রাচীন ঐতিহ্যবাহী নিদর্শন গুলি ঘুরে দেখতে পছন্দ করেন, তাঁদের জন্য সেরা ঠিকানা হতে পারে এই বিশেষ শিবমন্দির। তাই পুজোর ছুটিতে চাইলে ঘুরতে আসতেই পারেন এই অনাথনাথ শিব মন্দিরে। মন্দিরের চারপাশের পরিবেশ যে কোনও মানুষের মন সহজেই মুগ্ধ করে তুলতে পারে। তাই তো বহু মানুষ বার বার ছুটে আসেন এই মন্দিরে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 02, 2024 6:46 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Coochbehar Temple: প্রকৃতির মাঝে ইতিহাসে ডুব দিতে চাইলে ছোট্ট ছুটিতে আসুন কোচবিহারের এই প্রাচীন শিবমন্দিরে