Ambubachi 2023 Date and Time: এ বছর অম্বুবাচী কবে শুরু হচ্ছে, কত দিন থাকবে এই পার্বণ, জেনে নিন

Last Updated:

Ambubachi 2023 Date and Time: অম্বুবাচীর পর ধরিত্রীও শস্য শ্যামলা হয়ে ওঠেন

+
অম্বুবাচী

অম্বুবাচী কাহিনী নিয়ে জানাচ্ছেন পুরোহিত

কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ : বৃহস্পতিবার রাতেই লাগছে এই বছরে অম্বুবাচী। অম্বুবাচী শুরুর পর তিন দিন চলে এই উৎসব। চলতি বছরে অম্বুবাচী প্রবৃত্তিঃ অর্থাৎ শুরু হবে ২২ জুন অর্থাৎ ৬ আষাঢ় রাত ঘ ২.৩২ গতে এবং ২৬ জুন অর্থাৎ ১০ আষাঢ় দিবা ঘ ২।৫৬ গতে এর নিবৃত্তিঃ অর্থাৎ সমাপ্তি হবে।
হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে। এমনকী পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে।  অম্বুবাচীর পর ধরিত্রীও শস্য শ্যামলা হয়ে ওঠেন।
প্রচলিত কথা অনুযায়ী, সতীপীঠের অন্যতম অসমের কামাখ্যা মন্দির। তন্ত্রসাধনার অন্যতম পীঠ এই মন্দির। প্রতি বছর অম্বুবাচীর তিন দিন কামাক্ষ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন হয়। দেশ- বিদেশ থেকে ভক্তেরা ভিড় জমান মন্দিরে।
advertisement
advertisement
এই তিন দিন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী,যোগীপুরুষ এবং বিধবা মহিলারা ফলমূল খেয়ে এই তিন দিন পালন করেন। শুধু কামাখ্যা নয়, অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুরঘরের মাতৃ শক্তির প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Ambubachi 2023 Date and Time: এ বছর অম্বুবাচী কবে শুরু হচ্ছে, কত দিন থাকবে এই পার্বণ, জেনে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement