বিশ্বে ক্রমাগত বেড়ে চলা শারীরিক সমস্যাগুলোর মধ্যে অন্যতম টাইপ টু ডায়াবেটিস৷ ওষুধের পাশাপাশি বিভিন্ন টোটকার ওপরও এখন ভরসা রাখছেন আক্রান্তরা৷ অ্যাপল সিডার ভিনিগার, করলার রসের মতোই ডায়াবেটিসের মোক্ষম দাওয়াই হতে পারে অ্যালয় ভেরা৷ জানাচ্ছেন বিশেষজ্ঞরা৷ডায়াবেটিস ইন কন্ট্রোল-এর রিপোর্ট অনুযায়ী হোমিওপ্যাথিতে অ্যালয় ভেরাকে ডায়াবেটিস, সানবার্ন ও পেটের অসুখের অন্যতম ওষুধ হিসেবে ব্যবহার করার কথা বলা হয়েছে৷ ইরানের গবেষকরা ৪৭০ জন ডায়াবেটিস আক্রান্ত রোগীকে নিয়ে একটি সমীক্ষা করেন৷ তারা অংশগ্রহণকারীদের তিন ভাগে ভাগ করেন৷ একদলকে দেওয়া হয় অ্যালয় ভেরা, একদলকে ডায়াবেটিসের ওষুধ দেওয়া হয়, তৃতীয় দলকে কোনও চিকিৎসাই দেওয়া হয়নি৷ দেখা যায়, টাইপ টু ডায়াবেটিসে আক্রান্তরা নিয়মিত অ্যালয় ভেরা গ্রহণ করলে তাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aloe vera, Diabetes, Health Tips, Healthy Living