টাইপ টু ডায়াবেটিসে ভুগছেন? রোজ খান অ্যালয় ভেরা

Last Updated:
বিশ্বে ক্রমাগত বেড়ে চলা শারীরিক সমস্যাগুলোর মধ্যে অন্যতম টাইপ টু ডায়াবেটিস৷ ওষুধের পাশাপাশি বিভিন্ন টোটকার ওপরও এখন ভরসা রাখছেন আক্রান্তরা৷ অ্যাপল সিডার ভিনিগার, করলার রসের মতোই ডায়াবেটিসের মোক্ষম দাওয়াই হতে পারে অ্যালয় ভেরা৷ জানাচ্ছেন বিশেষজ্ঞরা৷
ডায়াবেটিস ইন কন্ট্রোল-এর রিপোর্ট অনুযায়ী হোমিওপ্যাথিতে অ্যালয় ভেরাকে ডায়াবেটিস, সানবার্ন ও পেটের অসুখের অন্যতম ওষুধ হিসেবে ব্যবহার করার কথা বলা হয়েছে৷ ইরানের গবেষকরা ৪৭০ জন ডায়াবেটিস আক্রান্ত রোগীকে নিয়ে একটি সমীক্ষা করেন৷ তারা অংশগ্রহণকারীদের তিন ভাগে ভাগ করেন৷ একদলকে দেওয়া হয় অ্যালয় ভেরা, একদলকে ডায়াবেটিসের ওষুধ দেওয়া হয়, তৃতীয় দলকে কোনও চিকিৎসাই দেওয়া হয়নি৷ দেখা যায়, টাইপ টু ডায়াবেটিসে আক্রান্তরা নিয়মিত অ্যালয় ভেরা গ্রহণ করলে তাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে৷
advertisement
২০১০ সালে ইউনিভার্সিটি অফ প্যাসিফিকের একটি গবেষণার রিপোর্টেও উঠে আসে নিয়মিত অ্যালয় ভেরা খেলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি ২২.৬ শতাংশ পর্যন্ত কমতে পারে৷ প্যারাডায়াবেটিস ও টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমাতে অ্যালয় ভেরার সাহায্য নেওয়া যেতে পারে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা৷
advertisement
অ্যালয় ভেরা জুস, জেল, পাউডার, এক্সট্রাক্ট এমনকী অ্যালয় ভেরার পাতা গুঁড়ো করেও খেতে পারেন৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
টাইপ টু ডায়াবেটিসে ভুগছেন? রোজ খান অ্যালয় ভেরা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement