Wisdom Teeth: আক্কেল দাঁতের যত্ন নিন, নিয়ম করে খেয়াল রাখুন এইসব বিষয়...

Last Updated:

All You Need To Know About Wisdom Teeth: যেহেতু আক্কেল দাঁতগুলি মুখের সবচেয়ে ভিতরের অংশে অবস্থিত, তাই প্রাপ্তবয়স্কদের অবশ্যই এটির বিশেষ যত্ন নিতে হবে। তবে একটি ছোট সমস্যাও দ্রুত তীব্র ব্যথায় পরিণত হতে পারে।

সঠিকভাবে দাঁত না মাজা, মুখ না ধুয়ে ঘুমানো, ধূমপান বা অতিরিক্ত মিষ্টি খাওয়ার কারণে মাড়ির ক্ষতি হতে পারে। যদি সময়মতো ডাক্তার না দেখান তাহলে কিন্তু সমূহ বিপদ।  তবে ঘরোয়া পদ্ধতিতে দাঁত ও মাড়ি সুস্থ রাখা যায়।
সঠিকভাবে দাঁত না মাজা, মুখ না ধুয়ে ঘুমানো, ধূমপান বা অতিরিক্ত মিষ্টি খাওয়ার কারণে মাড়ির ক্ষতি হতে পারে। যদি সময়মতো ডাক্তার না দেখান তাহলে কিন্তু সমূহ বিপদ। তবে ঘরোয়া পদ্ধতিতে দাঁত ও মাড়ি সুস্থ রাখা যায়।
কথাতেই আছে মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। সত্য়িই আমরা দাঁতকে একটু অবহেলাই করি। কিন্তু দাঁতের ব্য়থা যে কী কষ্টের, তা যার হয়েছে সেই জানে। তাই দাঁতের গুরুত্ব সময় থাকতেই বোঝা জরুরি। তা না হলে কিন্তু পস্তাবেন। আর সেই দাঁত যদি আক্কেল দাঁত হয় (Wisdom Teeth), তাহলে সাবধান।
দাঁত মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। দাঁত বা মাড়িতে ব্য়থা হলে খেতে অসুবিধা হয়। দাঁতের ব্যথাকে সবচেয়ে বেদনাদায়ক হিসাবে বিবেচনা করা হয় বলেই বিশেষজ্ঞরা প্রতিদিন  দাঁত ব্রাশ করার পরামর্শ দেন। 
advertisement
advertisement
এর মধ্য়ে সবচেয়ে বেশি সমস্য়া হয় আক্কেল দাঁত (Wisdom Teeth) ওঠার সময়। সাধারণত কিশোর বয়সে আক্কেল দাঁত ওঠে। আপনি যদি আপনার আক্কেল দাঁত (Wisdom Teeth) তোলেন, তাহলে প্রথম দিনে আপনার রক্তপাত হওয়ার সম্ভাবনা বেশি। যদি বেশিক্ষণ ফোলা  থাকে তবে দিনের বাকি সময় আপনার দাঁত ব্রাশ না করার পরামর্শ দেওয়া হয়। নুন জল দিয়ে গার্গল করা এই ক্ষেত্রে খুব প্রয়োজনীয়।
advertisement
এছাড়াও যদি আপনার দাঁত এখনও মাড়ির লাইনের নীচে থাকে তবে এটি অবশ্যই বের করতে হবে। যেহেতু আক্কেল দাঁতগুলি মুখের সবচেয়ে ভিতরের অংশে অবস্থিত, তাই প্রাপ্তবয়স্কদের অবশ্যই এটির বিশেষ যত্ন নিতে হবে। তবে একটি ছোট সমস্যাও দ্রুত তীব্র ব্যথায় পরিণত হতে পারে। 
advertisement
দাঁত তোলার পর নিম্নলিখিত লক্ষণগুলি দেখেন তবে অবিলম্বে আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা উচিত-
গিলতে বা শ্বাস নিতে অসুবিধা হওয়া
রক্ত ​​পড়া বন্ধ না হওয়া
ব্যথা এক সপ্তাহের বেশি স্থায়ী হওয়া
মুখ বা চোয়ালে কয়েক দিনের বেশি সময় ধরে ফোলাভাব জ্বর
advertisement
মুখে অসাড়তা বা দুর্গন্ধ
 
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Wisdom Teeth: আক্কেল দাঁতের যত্ন নিন, নিয়ম করে খেয়াল রাখুন এইসব বিষয়...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement