Wisdom Teeth: আক্কেল দাঁতের যত্ন নিন, নিয়ম করে খেয়াল রাখুন এইসব বিষয়...
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
All You Need To Know About Wisdom Teeth: যেহেতু আক্কেল দাঁতগুলি মুখের সবচেয়ে ভিতরের অংশে অবস্থিত, তাই প্রাপ্তবয়স্কদের অবশ্যই এটির বিশেষ যত্ন নিতে হবে। তবে একটি ছোট সমস্যাও দ্রুত তীব্র ব্যথায় পরিণত হতে পারে।
কথাতেই আছে মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। সত্য়িই আমরা দাঁতকে একটু অবহেলাই করি। কিন্তু দাঁতের ব্য়থা যে কী কষ্টের, তা যার হয়েছে সেই জানে। তাই দাঁতের গুরুত্ব সময় থাকতেই বোঝা জরুরি। তা না হলে কিন্তু পস্তাবেন। আর সেই দাঁত যদি আক্কেল দাঁত হয় (Wisdom Teeth), তাহলে সাবধান।
দাঁত মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। দাঁত বা মাড়িতে ব্য়থা হলে খেতে অসুবিধা হয়। দাঁতের ব্যথাকে সবচেয়ে বেদনাদায়ক হিসাবে বিবেচনা করা হয় বলেই বিশেষজ্ঞরা প্রতিদিন দাঁত ব্রাশ করার পরামর্শ দেন।
advertisement
advertisement
এর মধ্য়ে সবচেয়ে বেশি সমস্য়া হয় আক্কেল দাঁত (Wisdom Teeth) ওঠার সময়। সাধারণত কিশোর বয়সে আক্কেল দাঁত ওঠে। আপনি যদি আপনার আক্কেল দাঁত (Wisdom Teeth) তোলেন, তাহলে প্রথম দিনে আপনার রক্তপাত হওয়ার সম্ভাবনা বেশি। যদি বেশিক্ষণ ফোলা থাকে তবে দিনের বাকি সময় আপনার দাঁত ব্রাশ না করার পরামর্শ দেওয়া হয়। নুন জল দিয়ে গার্গল করা এই ক্ষেত্রে খুব প্রয়োজনীয়।
advertisement
এছাড়াও যদি আপনার দাঁত এখনও মাড়ির লাইনের নীচে থাকে তবে এটি অবশ্যই বের করতে হবে। যেহেতু আক্কেল দাঁতগুলি মুখের সবচেয়ে ভিতরের অংশে অবস্থিত, তাই প্রাপ্তবয়স্কদের অবশ্যই এটির বিশেষ যত্ন নিতে হবে। তবে একটি ছোট সমস্যাও দ্রুত তীব্র ব্যথায় পরিণত হতে পারে।
advertisement
দাঁত তোলার পর নিম্নলিখিত লক্ষণগুলি দেখেন তবে অবিলম্বে আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা উচিত-
গিলতে বা শ্বাস নিতে অসুবিধা হওয়া
রক্ত পড়া বন্ধ না হওয়া
ব্যথা এক সপ্তাহের বেশি স্থায়ী হওয়া
মুখ বা চোয়ালে কয়েক দিনের বেশি সময় ধরে ফোলাভাব জ্বর
advertisement
মুখে অসাড়তা বা দুর্গন্ধ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 10, 2022 10:38 PM IST