Alia Bhatt Ranbir Kapoor: আর ক'দিন পরই বিয়ে, কী ভাবে ত্বকের যত্ন নিচ্ছেন আলিয়া ভাট? জানুন

Last Updated:

জেল্লা কীভাবে চেহারায় ধরে রাখেন আলিয়া, জেনে নেওয়া যাক এবার! (Alia Bhatt Ranbir Kapoor)

Alia Bhatt Ranbir Kapoor
Alia Bhatt Ranbir Kapoor
#নয়াদিল্লি: সত্যি বলতে কী, এই সুখবরের আশায় দেশ যেন দিন গুনছিল! এখনও অবশ্য চলছে দিন গোনারই পালা, তবে একটু অন্য ভাবে- লাস্ট মিনিট কাউন্টডাউন যাকে বলে আর কী! কাপুর পরিবারের চেম্বুর বাংলো সেজে উঠছে হইচই করে, পরিবারের সদস্যদের মধ্যেও লেগেছে তার ছোঁয়া। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই বাংলোতেই আলিয়া ভাট (Alia Bhatt); রণবীর কাপুরের (Ranbir Kapoor) হাত ধরে!
তা, বিয়ে মানে তো আর শুধু বাড়ি সাজানো নয়! একই সঙ্গে নিজেকেও একটু বিশেষ করে সাজিয়ে তোলা! সে ব্যাপারে আলিয়াকেও বাড়তি যত্ন নিতে হবে বইকি। তাঁর আত্মীয়, বন্ধুদের মধ্যে হাই প্রোফাইল সেলেবের ভিড়, হয়ে উঠতে হবে সবার মধ্যে নজরকাড়া। সেই সাজের পুরোটাই কিন্তু মেকআপ আর্টিস্টের তুলির উপরে ভরসা করে নেই, তার জন্য দরকার নিজস্ব জেল্লা।
advertisement
আরও পড়ুন: বিশ্ব ইডলি দিবসে ঘরেই বানিয়ে ফেলুন এই নতুন ধরনের ইডলি, রইল রেসিপি
সেই জেল্লা কীভাবে চেহারায় ধরে রাখেন আলিয়া, জেনে নেওয়া যাক এবার!
advertisement
বাড়িতে বানানো ফেসমাস্ক
একটি ইন্টারভিউতে আলিয়া জানিয়েছিলেন যে তিনি বাড়িতে বানানো ফেস মাস্ক ব্যবহার করেন। অভিনেত্রী বলেছিলেন, "সময় থাকলে আমি পেঁপে এবং অরেঞ্জ পাউডারের সঙ্গে মধু মিশিয়ে মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে নিই।"
advertisement
ফেস মিস্ট দিয়ে রোলার
আলিয়া মুখে রক্ত সঞ্চালন ঠিক রাখা এবং প্রদাহ কমানোর জন্য সকালে অল্প একটু ফেস মিস্ট নিয়ে রোলার দিয়ে উপরের দিকে এবং নিচের দিকে মাসাজ করেন।
নিয়াসিনামাইড ড্রপ
বলিরেখা না পড়ার জন্য নিয়াসিনামাইড ড্রপ ব্যবহার করেন রণবীরের হবু বধূ।
advertisement
সানস্ক্রিন ভোলেন না
বাড়ি থেকে বেরোবার আগে আলিয়া কখনওই সানস্ক্রিন লাগাতে ভোলেন না। এমনকী মেকআপ লাগানোর আগেও তিনি সানস্ক্রিন লাগিয়ে নেন।
ময়েশ্চারাইজার আবশ্যক
সারাদিন যতই মেকআপ লাগাতে হোক না কেন, আলিয়া ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সব সময়েই ময়েশ্চারাইজার লাগিয়ে রাখেন।
মুলতানি মাটির ফেসমাস্ক
ত্বকের নমনীয়তা ধরে রাখতে এবং তা পুনরুজ্জীবিত করতে আলিয়া মুলতানি মাটির ফেসমাস্ক ব্যবহার করেন।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Alia Bhatt Ranbir Kapoor: আর ক'দিন পরই বিয়ে, কী ভাবে ত্বকের যত্ন নিচ্ছেন আলিয়া ভাট? জানুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement