Durga Puja Fashion: শাড়ি-গয়নার অফুরন্ত কালেকশন, পুজোর আগে লাস্ট মিনিটে ঢুঁ মারুন এখানে, কোথায় জানেন?
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Annanya Dey
Last Updated:
Durga Puja Fashion: পুজোর আগে বড় চমক হ্যামিল্টনগঞ্জ এলাকার মহিলাদের।হাতে তৈরি গয়না থেকে শুরু করে বুটিকের শাড়ি সব মিলছে এক ছাদের তলায়। পুজোর প্রাক মুহূর্তে নিজেদের সাজিয়ে তুলতে ভিড় জমছে মহিলাদের হ্যামিল্টনগঞ্জের গ্রাম পঞ্চায়েত হলে।
কালচিনি, অনন্যা দে: পুজোর আগে বড় চমক হ্যামিল্টনগঞ্জ এলাকার মহিলাদের। হাতে তৈরি গয়না থেকে শুরু করে বুটিকের শাড়ি সব মিলছে এক ছাদের তলায়। পুজোর প্রাক মুহূর্তে নিজেদের সাজিয়ে তুলতে ভিড় জমছে মহিলাদের হ্যামিল্টনগঞ্জের গ্রাম পঞ্চায়েত হলে।
যে সমস্ত মহিলারা ঘরে হাতের কাজের বিভিন্ন জিনিস তৈরি তাদেরকে আরও উৎসাহী করার জন্য প্রতিবছর হ্যামিল্টনগঞ্জে এই প্রদর্শনী মেলার আয়োজন হয়। এলাকার মহিলারা এই উদ্যোগ নেন।পুজোর আগে নিজেদের হাতের কাজ সকলের সামনে এভাবেই তুলে ধরেন তারা। পাশাপাশি থাকে স্বনির্ভর হওয়ার সুযোগ। এলাকার প্রায় ১৫ জন মহিলা এই প্রদর্শনী মেলাতে অংশগ্রহণ করেছেন।
advertisement
advertisement
পুজোর আগে সস্তায় এই জিনিসগুলি ক্রয় করতে ভিড় জমাচ্ছেন মহিলারা। রয়েছে বেশি আধুনিক নকশার গয়না। নজর কাড়ছে বেশি ক্লে দিয়ে তৈরি গয়না। মাটির তৈরি দেবী মূর্তির গয়না তো রয়েছে, তার সঙ্গে নয়নতারা, সূর্যমুখী, কাঠগোলাপ ফুলের গয়না পড়তে ভালবাসেন আধুনিকারা। এই গয়না গুলি মিলছে সস্তা দামে। শুধু হ্যামিল্টনগঞ্জ নয়, কালচিনি, জয়গাঁ থেকে আসছেন এখানে ক্রেতারা বলে জানা যায়।
advertisement
প্রদর্শনীতে যোগ দেওয়া দেবস্মিতা কর নামের এক যুবতী জানান, ‘সকলের মুখে যাতে হাসি তার জন্য ৫০ থেকে ৩৫০-এর মধ্যে গয়না আছে। কাপড় রাখা হয়েছে ১০০০ টাকার মধ্যে। এবারে প্রচুর মহিলারা এসে জিনিসপত্র কিনছে প্রদর্শনী থেকে। যা দেখে আমাদের ভাল লাগছে।’
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 22, 2025 7:35 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja Fashion: শাড়ি-গয়নার অফুরন্ত কালেকশন, পুজোর আগে লাস্ট মিনিটে ঢুঁ মারুন এখানে, কোথায় জানেন?