Saving For Home Loan: স্বপ্নের বাড়ি কিনতে চান? কীভাবে টাকা জমালে নিজের ঘর কিনে ফেলা সম্ভব
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
A down payment for a home is crucial for several reasons: ভারতে বেশিরভাগ ক্ষেত্রেই ১০ থেকে ২০ শতাংশ ডাউন পেমেন্ট দিতে হয়৷ তবে এখন কিছু কিছু সরকারি, বেসরকারি প্রকল্পতে ৫ থেকে ১০ শতাংশ ডাউন পেমেন্টেও ঘর কিনে ফেলা সম্ভব৷
কলকাতা: ভারতবর্ষে বাড়ি কেনা কেবল দরকার নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে আবেগ৷ ভারতে আজও একটা পরিবারের মান বিচার হয় স্থায়ী বাড়িকে কেন্দ্র করে৷ সেই জন্য অন্যান্য দেশের তুলনায় এই দেশে বাড়ি কেনার চাহিদা অনেক বেশি৷ গ্লোবাল সমীক্ষক সিবিআরই (CBRE) অনুযায়ী, প্রায় ৪৪ শতাংশ কম বয়সী ভারতীয়দের মধ্যে নিজের বাড়ি কেনার ইচ্ছা রয়েছে৷ কিন্তু এই স্বপ্নপূরণ করার জন্য দরকার সঠিক অর্থনৈতিক পরিকল্পনা৷
ডাউন প্রেমেন্ট
ভারতে বেশিরভাগ ক্ষেত্রেই ১০ থেকে ২০ শতাংশ ডাউন পেমেন্ট দিতে হয়৷ তবে এখন কিছু কিছু সরকারি, বেসরকারি প্রকল্পতে ৫ থেকে ১০ শতাংশ ডাউন পেমেন্টেও ঘর কিনে ফেলা সম্ভব৷ তাই বাড়ি কেনার আগে কী কী সরকারি প্রকল্পের সুবিধা নিতে পারবেন সেই নিয়ে সচেতন হন৷ তবে ঘর কেনার আগে যত বেশি ডাউন পেমেন্ট দিয়ে ফেলা যায় ততটাই ভাল৷ এর ফলে পরবর্তী ক্ষেত্রে লোনের পরিমাণ অনেকটা কম পড়বে৷
advertisement
advertisement
সঞ্চয়ের অভ্যাস
অর্থনীতির ক্ষেত্রে দু’ধরনের লক্ষ্য থাকে, শর্ট টার্ম গোল, লং টার্ম গোল৷ কতদিন পর আপনি বাড়ি কিনতে চান, কত টাকার বাড়ি কিনতে চান? এই সব কিছুর উপর শর্ট টার্ম বা লং টার্ম গোল নির্ভর করে৷ লং টার্ম গোলের জন্য ব্যাঙ্কে না রেখে ইনভেস্ট করাই ভাল৷ প্রত্যেকের আয় অনুযায়ী এই ইনভেস্টমেন্ট পরিকল্পনা করা দরকার৷
advertisement
সঠিক অর্থনৈতিক পরিকল্পনা
একটা স্বপ্নের বাড়ি কেনার জন্য প্রথম থেকেই পরিকল্পনা দরকার৷ সঠিক অর্থনৈতিক পরিকল্পনা না থাকলে কত টাকা সঞ্চয় করা সম্ভব? কত টাকা বাড়তি খরচ হচ্ছে? কোন জায়গা থেকে টাকা বাঁচানো সম্ভব? এই সব কিছুর জন্য দরকার সঠিক অর্থনৈতিক পরিকল্পনার৷ চেষ্টা করুন, অন্তত আয়ের একের তৃতীয়াংশ বাড়ির ডাউন প্রেমেন্টের জন্য সঞ্চয় করে রাখতে৷
advertisement
ভবিষ্যতের বাজেট পরিকল্পনা
প্রতিবছর মূল্যবৃদ্ধির জন্য আমাদের জীবন যাত্রার মানের হেরফের ঘটে৷ হোম লোন নিলে কিন্তু বেশ কয়েকবছর টানতে হবে৷ তাই লোনের আগে একবার ঘরের বাজেট করে নিন৷ ভবিষ্যতে কোন কোন জায়গায় খরচ বৃদ্ধির আশঙ্কা আছে, কতটা এমার্জেন্সি ফান্ড রাখার প্রয়োজন রয়েছে, সব কিছু ভেবে তারপরই কতটা সুদ বহন করতে পারবেন, সেই বিষয়ে সিদ্ধান্ত নিন৷ খেয়াল রাখুন সুদ দেওয়ার জন্য প্রতিদিনের খরচের উপর যেন রাশ টানতে না হয়৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 23, 2024 2:37 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Saving For Home Loan: স্বপ্নের বাড়ি কিনতে চান? কীভাবে টাকা জমালে নিজের ঘর কিনে ফেলা সম্ভব