Viral video: ব্যস্ত রাস্তায় নাচ মহিলার, ভারসাম্য হারিয়ে বাইক থেকে পড়ে গেলেন শিশু-সহ এক ব্যক্তি

Last Updated:

Viral Video : বাইকটিতে একটা ছোট বাচ্চাও ছিল৷ ভিডিওতে দেখা যাচ্ছে মহিলাটি তাদের পথ আটকে দেওয়ায় ভারসাম্য হারিয়ে বাইক রাস্তায় পিছলে যায়। কিন্তু এই দুর্ঘটনার পরও মহিলার নাচ থামেনি৷

রিলস বানাতে গিয়ে ভারসম্য হারাল বাইক
রিলস বানাতে গিয়ে ভারসম্য হারাল বাইক
পটনা: মাঝ রাস্তায় ভিডিও করে তরুণী নাচছে৷ আর তারই ফলে ভারসম্য হারিয়ে পড়ে যায় এক বাইকআরোহী ও বাইকে থাকা এক শিশু৷
ভার্চুয়াল যুগে সেলফি তোলা, রিল বা ভ্লগ করা অনেকেরই রোজের অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের ঘটনা তাৎক্ষণিক ভাবে আনন্দ দিলেও তা অনেকেরই সমস্যার কারণ হয়ে দাঁড়ায়৷
advertisement
এই রকমই একটা ভিডিওতে দেখা যায়, একজন মহিলা রাস্তার মাঝে দাঁড়িয়ে নাচের রিল তৈরি করছে৷ সেখানে একজনকে ব্যক্তি বাইকে করে ওই রাস্তা দিয়ে আসতে গিয়ে পড়ে যাচ্ছে।
advertisement
ঘটনাটি ঘটে বিহারের এক জেলায়৷ রিলসে এই পুরো ঘটনাটিই ক্যামেরা বন্দি হয়৷ ভিডিওতে সেই রাস্তা দিয়ে অনেক স্থানীয় মানুষকেও হেঁটে যেতে দেখা যায়। কিন্তু তার তারপরও রাস্তার মাঝে দাঁড়িয়ে তিনি ভোজপুরি গানে নাচতে থাকেন। তখনই পিছন থেকে বাইটিকে আসতে দেখা যায়৷
advertisement
বাইকটিতে একটা ছোট বাচ্চাও ছিল৷ ভিডিওতে দেখা যাচ্ছে মহিলাটি তাদের পথ আটকে দেওয়ায় ভারসাম্য হারিয়ে বাইক রাস্তায় পিছলে যায়। কিন্তু এই দুর্ঘটনার পরও মহিলার নাচ থামেনি৷ সোশ্যাল মিডিয়াতে অনেকেই মহিলার আচরণকে নিন্দা করেছে৷
তবে অনেকে একে সাজানো ভিডিও বলেও দাবি করা হয়েছে৷ সোশ্যাল মিডিয়াতে একজন আবার বলেন “নাচের ভিডিওটা দেখে মনে হচ্ছে বাইক আরোহী আগে থেকেই ঘটনাটি সম্পর্কে অবগত৷ দেখে মনে হচ্ছে ঘটনাটি যেন পূর্ব পরিকল্পিত।”
বাংলা খবর/ খবর/দেশ/
Viral video: ব্যস্ত রাস্তায় নাচ মহিলার, ভারসাম্য হারিয়ে বাইক থেকে পড়ে গেলেন শিশু-সহ এক ব্যক্তি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement