চিৎকার-গন্ডগোলের মধ্যেও অফিসে দুর্দান্ত কাজ করুন এই ভাবে

Last Updated:

অনেক সময় অতিরিক্ত কথাবার্তায় আপনার মনোঃসংযোগে বিঘ্ন হতেই পারে ৷ তাই নিজের কাজ নির্ভুল এবং সঠিকভাবে শেষ করতে গেলে এই তিনটে জিনিস অবশ্যই মাথায় রাখুন ৷ ফল পাবেন হাতে-নাতে ৷

#কলকাতা: শান্ত, নির্ঞ্ঝাট অফিস পরিবেশে বসে কাজ করার সৌভাগ্য ক’জনের ভাগ্যে হয় ? অফিস মানেই এদিক ওদিক লোকজনের ছোটাছুটি, চিৎকার চেঁচামেচি, হৈ হট্টগোল ৷ সহকর্মীদের হাজার কথা, বসের হাঁকডাঁক- এসব তো জলভাত ৷ কিন্তু তারপরেও অফিসের শেষ কথা কিন্তু কাজ ৷ গল্প, গুজব, হাসি-ঠাট্টার মধ্যেও তাই নিজের কাজটা গুছিয়ে নেওয়া খুব গুরুত্বপূর্ণ ৷
অনেক সময় অতিরিক্ত কথাবার্তায় আপনার মনোঃসংযোগে বিঘ্ন হতেই পারে ৷ তাই নিজের কাজ নির্ভুল এবং সঠিকভাবে শেষ করতে গেলে এই তিনটে জিনিস অবশ্যই মাথায় রাখুন ৷ ফল পাবেন হাতে-নাতে ৷
advertisement
• সমস্যা চিনুন: প্রথমত বুঝতে হবে আপনার সমস্যাটা কোথায় হচ্ছে ৷ সমস্যা শনাক্ত করতে না পারলে কিন্তু সমাধানও সম্ভব নয় ৷ আপনি কী বিরক্ত হচ্ছেন, মন বসাতে পারছেন না, অফিসের পরিবেশ সহ্য করতে সমস্যা হচ্ছে, নাকি টেনশনে ভুগছেন ?
advertisement
• ব্রেক নিন: সমস্যা অনুয়ায়ী সমাধান ঠিক করতে হবে ৷ তবে সব সমস্যাতেই কিছুটা ব্রেক নেওয়া অন্যতম ভাল ওষুধ ৷ একটানা কাজ করবেন না ৷ এতে কাজের মান ভাল হয় না ৷ ঘড়ি ধরে কিছুটা সময় বিশ্রাম নিন ৷ প্রয়োজন হলে লম্বা ছুটিও নিতে পারেন ৷
• রি-ফুয়েল: মাঝে মধ্যেই ক্যান্টিনে যাওয়া অভ্যাস করুন ৷ ভারি খাবার ছাড়াও চা,কফি, বিস্কিট, ফল, পানীয় খান ৷ কাজের মধ্যে পজিটিভ এনার্জি আসবে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
চিৎকার-গন্ডগোলের মধ্যেও অফিসে দুর্দান্ত কাজ করুন এই ভাবে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement