150 Year Old Hotel: ধোঁয়া ওঠা ভাত-ডাল-তরকারি-মাছ খান মেঝেতে আসনপিঁড়ি হয়ে বসে! ১৫০ বছরের হোটেলের হেঁশেলে বাড়ির যত্নের ছোঁয়া

Last Updated:

150 Year Old Hotel: প্রাচীনতার গন্ধে ভরা এক হোটেলের গল্প, চন্দ্রকোনা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর এলাকায় ঢুকলেই ইতিহাসের মত দাঁড়িয়ে আছে এক প্রাচীন হোটেল।

+
ঐতিহ্য

ঐতিহ্য ধরে রাখা হোটেল

চন্দ্রকোণা, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান : প্রাচীনতার গন্ধে ভরা এক হোটেলের গল্প। চন্দ্রকোণা পুরসভার এক নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর এলাকায় ঢুকলেই ইতিহাসের মতো দাঁড়িয়ে আছে এক প্রাচীন হোটেল ‘গয়লা হিন্দু হোটেল’। দেড়শো বছর আগে নিরঞ্জন ঘোষ যে হোটেলের সূচনা করেছিলেন, তা আজ তিন পুরুষ পেরিয়ে পৌঁছেছে বর্তমান দায়িত্বশীল অনুপ ঘোষের হাতে। কিন্তু এই হোটেল যে সে সাধারণ হোটেল নয়। সময় বদলেছে, রুচি বদলেছে, শহরের চেহারা বদলেছে—তবুও এই হোটেল তার চেনা ঘরোয়া পরিবেশ, মাটির ঘর আর প্রাচীন রীতি বদলায়নি একবিন্দুও। দুপুর গড়ালেই মানুষের ভিড়ে বোঝাই যায়—এখানে শুধু খাবার নয়, মানুষ ফিরে পায় পুরনো স্মৃতি, স্বাদ আর মাটির গন্ধ।
আজও এই হোটেলে খাবার বানান এক মহিলা, একদম ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া উপকরণে। মাটির ঘরে ধোঁয়া ওঠা হাঁড়ি থেকে যখন তরিতরকারির গন্ধ বাইরে ছড়িয়ে পড়ে, তখন মনে হয় যেন কারও বাড়ির রান্নাঘরে ঢুকে পড়েছি।হোটেলে নেই কোনও চেয়ার-টেবিল, নেই আধুনিক সাজসজ্জা, তবুও আছে অন্যরকম টান। মাটির মেঝেতে বিছানো আসনে বসে খাওয়া, এই ঐতিহ্য আজও অটুট। আধুনিকতার ছোঁয়া বলতে শুধু অনলাইন পেমেন্ট! দুপুরে বা রাতে এখানে খেতে এলে আপনার সামনে সাজানো থাকবে জল, লেবু, পেঁয়াজ, কাঁচালঙ্কা…আর পাতে পরিবেশন হবে, ভাত, ডাল, সঙ্গে নানা ঘরোয়া রান্না।
advertisement
আরও পড়ুন : সবুজের মাঝে বিরল বন্য পশু ও পাখিদের সেরা ঠিকানা! কলকাতার কাছেই হারিয়ে যান ছুটির ফাঁদে
স্বাদ যেন নিজের বাড়ির রান্না, সরল, তৃপ্তিকর, হৃদয় ছোঁয়া। চারপাশের পরিবেশও মুগ্ধ করে। মাটির গন্ধ, কোলাহলের বাইরে শান্ত এক আবহ, যেন পুরনো দিনের কোনও স্মৃতি ফিরে আসে। এই হোটেলের আসল শক্তি তার সরলতা আর মানুষের ভালবাসা। তিন পুরুষ ধরে এই একই রীতি, একই স্বাদের ধারাবাহিকতা চালিয়ে এসেছে ঘোষ পরিবার।আজও দুপুর হলেই দেখা যায় লাইন দিচ্ছে মানুষ। কেউ আসে নস্টালজিয়ার টানে, কেউ আসে মাটির ঘরের আদর পেতে, আর কেউ আসে শুধু সেই ঘরোয়া স্বাদের জন্য।
advertisement
advertisement
চেয়ারে নয়, দোকানে নয়, মাটির মেঝেতে আসনে বসে খাওয়ার এই রেওয়াজ আজও হাজার হাজার মানুষের প্রিয়। সময় যতই আধুনিক হোক, এই হোটেলের স্বাদ, পরিবেশ আর আচারের সরলতা মানুষকে আজও টেনে আনে। গোবিন্দপুরের এই প্রাচীন ‘গয়লা হিন্দু হোটেল’ শুধু একটি হোটেল নয় এ এক চলমান ইতিহাস। এক টুকরো নস্টালজিয়া। মাটির গন্ধে ভেজা মানুষের গল্প।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
150 Year Old Hotel: ধোঁয়া ওঠা ভাত-ডাল-তরকারি-মাছ খান মেঝেতে আসনপিঁড়ি হয়ে বসে! ১৫০ বছরের হোটেলের হেঁশেলে বাড়ির যত্নের ছোঁয়া
Next Article
advertisement
Lionel Messi and Shahrukh Khan: কলকাতায় ‘মেসি ম্যানিয়া’ ! এলএম১০-এর সঙ্গে দেখা শাহরুখ খানের, দু’জনের মধ্যে কী কথা হল?
কলকাতায় ‘মেসি ম্যানিয়া’ ! এলএম১০-এর সঙ্গে দেখা শাহরুখ খানের, দু’জনের মধ্যে কী কথা হল?
  • কলকাতায় ‘মেসি ম্যানিয়া’ !

  • মেসির সঙ্গে দেখা শাহরুখ খানের

  • দু’জনের মধ্যে কী কথা হল?

VIEW MORE
advertisement
advertisement