যেদিন থেকে বয়ঃসন্ধিতে পা রেখেছি আপস করেই চলেছি: অর্পিতা পাল

Last Updated:

যবে থেকে বয়ঃসন্ধিতে পা রেখেছি আপস করেই চলেছি: অর্পিতা পাল

#কলকাতা: অনেক কিছুই ভোলা যায়! কিন্তু কখনও ফিকে হয় না প্রথম স্মৃতি। ভালবাসা থেকে বিরহ, আপস থেকে উপহার! একডজন 'পয়লা'র উত্তর দিলেন অর্পিতা পাল
পয়লা থাপ্পড়: ছোটবেলা থেকে বেশ বড় বয়স পর্যন্ত এতবার খেয়েছি যে 'পয়লা' টা আর মনে পড়ে না।
পয়লা আপস: যবে থেকে বয়ঃসন্ধিতে পা রেখেছি...
advertisement
পয়লা ইন্টারভিউ: স্কুলের অ্যাডমিশন টেস্ট।
পয়লা চিঠি: ক্লাস নাইনে পাওয়া লাভ লেটার ।
পয়লা কাছে পাওয়া: আমার ছেলে মিশুক-কে।
advertisement
পয়লা ভুলে যাওয়া: কোয়েশ্চেন পেপার হাতে পেয়েই উত্তর ভুলে যেতাম। মার খাওয়ার মতো, এটাও এতবার হয়েছে যে, প্রথমবারেরটা আর মনে নেই!
পয়লা উপহার:
ক) পাওয়া- ছোট্টবেলায়
খ) দেওয়া- মা-বাবাকে
পয়লা নেশা: সিনেমা দেখা।
পয়লা প্রতিশ্রুতি: কোনওদিন দিইনি।
পয়লা পকেটমানি: পাইনি কোনওদিন। আমাদের ছোটবেলায় পকেটমানি-র এত চল ছিল না!
advertisement
পয়লা রোজগার: ক্লাস নাইনে। আমার প্রথম অ্যাড-শুট।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
যেদিন থেকে বয়ঃসন্ধিতে পা রেখেছি আপস করেই চলেছি: অর্পিতা পাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement