'টাকা নিয়ে নয়, নতুন ছাত্রদের ফুল দিয়ে বরণ করুন: বৈঠকে সুব্রত মুখোপাধ্যায়
Last Updated:
চলতি বছরে কলেজগুলিতে পড়ুয়া ভরতিতে একাধিক জায়গায় তোলাবাজির অভিযোগ উঠেছে৷ বহু ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা অভিযোগ করেছেন, ভরতির নামে হাজার হাজার টাকা চাওয়া হচ্ছে৷ ঘটনায় আগেই তৃণমূল ছাত্রপরিষদকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
#কলকাতা: কলেজে ভরতিতে তোলাবাজির অভিযোগের আবহে তৃণমূল ছাত্রপরিষদ নেতৃত্বকে কড়া বার্তা দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়৷ শনিবার তৃণমূল ছাত্র পরিষদের বৈঠকে সুব্রত স্পষ্ট জানিয়ে দিলেন, টাকা নিয়ে নয়, নতুন ছাত্র-ছাত্রীদের বরণ করুন ফুল দিয়ে৷
আরও পড়ুন: তোলাবাজির অভিযোগে ৪ কলেজে ভাঙা হল TMCP-র ইউনিট
চলতি বছরে কলেজগুলিতে পড়ুয়া ভরতিতে একাধিক জায়গায় তোলাবাজির অভিযোগ উঠেছে৷ বহু ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা অভিযোগ করেছেন, ভরতির নামে হাজার হাজার টাকা চাওয়া হচ্ছে৷ ঘটনায় আগেই তৃণমূল ছাত্রপরিষদকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সভানেত্রীর পদ থেকে সরানো হয় জয়া দত্তকে৷ এ দিন বৈঠকে জয়া দত্তকে আহ্বায়ক করে নতুন উপদেষ্টা কমিটি তৈরি করা হল৷ আগামী সাতদিনের নতুন সভাপতি ও কমিটি ঘোষণা করা হবে৷
advertisement
এ দিন সুব্রত বলেন, 'টাকা পয়সা দু এক নেয়, আর সবার বদনাম হয়৷ এ ব্যাপারে সচেতন থাকুন৷ ছাত্র রাজনীতিতে বিতর্ক হলে, তার প্রভাব মূল রাজনীতিতেও পড়ে৷ তাই সতর্ক হয়ে রাজনীতি করুন৷'
advertisement
আরও ভিডিয়ো: ছাত্র ভরতিতে তোলাবাজি! বিস্ফোরক ফোন টেপ ফাঁস
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 08, 2018 3:12 PM IST