তোলাবাজির অভিযোগে ৪ কলেজে ভাঙা হল TMCP-র ইউনিট

Last Updated:
#কলকাতা: কলেজে ভর্তির নামে তোলাবাজির অভিযোগে কলকাতার চার কলেজে শেষ পর্যন্ত ভেঙে দেওয়া হল তৃণমূলের ছাত্র পরিষদ ইউনিট ৷ মঙ্গলবার সংগঠনের তরফে জানানো হয়েছ, টাকা তোলার অভিযোগের পদক্ষেপ নিতেই চারটি কলেজে ভেঙে দেওয়া হল দলের ছাত্র ইউনিট ৷
কলেজে ভর্তির সময় টাকা চাইবার অভিযোগ উঠেছে কলকাতার একাধিক কলেজে ৷ তার মধ্যে আনন্দমোহন কলেজ, বিদ্যাসাগর কলেজ, নর্থ সিটি এবং গুরুদাস কলেজ থেকেই এসেছে বেশি তোলাবাজির অভিযোগ ৷ তাই দ্রুত পদক্ষেপ নিতে এই চার কলেজে তৃণমূলের ছাত্র পরিষদ ইউনিট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয় দল ৷
আরও পড়ুন 
advertisement
advertisement
অন্যদিকে, কলেজে ভর্তির নামে তোলাবাজির অভিযোগে সুরেন্দ্রনাথের গ্রুপ ডি কর্মী রাতুল ঘোষকে শোকজ করল কলেজ কর্তৃপক্ষ। কলেজে তোলাবাজির অভিযোগ পেলে পুলিশকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
আরও পড়ুন 
বাংলা খবর/ খবর/কলকাতা/
তোলাবাজির অভিযোগে ৪ কলেজে ভাঙা হল TMCP-র ইউনিট
Next Article
advertisement
Kolkata Water Logging Update: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
  • দুপুরের পর থেকে কমে এসেছিল বৃষ্টি৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল কলকাতা পুরসভাও৷ শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করল কলকাতা পুরসভা৷ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলি থেকে জল নেমেছে, সেই রাস্তাগুলির একটি তালিকাও প্রকাশ করে পুর কর্তৃপক্ষ৷

VIEW MORE
advertisement
advertisement