#Yearender2018: ভাগাড় থেকে আহারে, কলকাতায় পচা মাংসের ফলাও কারবার!
Last Updated:
#কলকাতা: রাজ্যের বহু নামিদামি হোটেল, রেস্তোরাঁয় মরা মুরগির মাংসের কারবার। নিউজ18 বাংলাই প্রথম দেখিয়েছিল সেই ছবি। প্রথম তা ধরা পড়ে বাদুড়িয়ায়। এরপর কেঁচো খুঁড়তে বেরিয়ে এল কেউটে। প্রকাশ্যে আসে ফরমালিনে চুবিয়ে মরা মুরগির মাংসের কারবারও।
এরপরই, ময়দানে নামে প্রশাসন। শুরু হয় ধরপাকড়। বিভিন্ন মাংসের দোকান, হোটেল ও রেস্তোরাঁয় চলে অভিযান। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে নিউমার্কেট-সহ একাধিক জায়গায় মরা মুরগির মাংসের কারবারের হদিশ মেলে। বোলপুরের প্রশাসনিক বৈঠকে এনিয়ে প্রাণিসম্পদ বিকাশ সচিব গোপালিকাকে ধমক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
এবার অন্য কীর্তি। বজবজের ভাগাড়ে থেকে মরা পশুর মাংস প্যাকেটে ভরে শহরের বিভিন্ন হোটেলে, মাংসের দোকানে। নিউজ18 বাংলার অন্তর্তদন্তে সামনে আসে চাঞ্চল্যকর সেই ঘটনা। বজবজ, সোনারপুরের ভাগাড় থেকে সংগ্রহ করা হত মাংস। গাড়িতে নিয়ে যাওয়া হত মাংস। কিন্তু, স্থানীয় বাসিন্দারা কয়েকজনকে হাতেনাতে ধরে ফেলতেই ফাঁস সেই চক্র।
advertisement
রাজাবাজার, মানিকতলায় ভাগাড়ের পচা মাংস রাখার হিমঘরের খোঁজ মেলে। উদ্ধার হয় বিপুল পরিমাণ মাংসও।
কলকাতা, শহরতলি ও বিভিন্ন জেলায় চলে ধরপাকড়। জালে ধরা পড়ে মূল পাণ্ডাদের অনেকেই।
মুখ্যমন্ত্রীর নির্দেশে তদন্তে নামে সিআইডি। প্রকাশ্যে আসে পুরকর্মীদের সঙ্গে চক্রের যোগসাজশ। ফাঁস হয়ে যায় লাখ লাখ টাকার কারবার। জানা যায়, ভিনরাজ্যেও পাচার হত এই মাংস। কার্যত ভোজনরসিক বাঙালি যেন রসবিমুখ হয়ে ওঠে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 27, 2018 4:15 PM IST