ওলা-উবর নিয়ে অশান্তি চরমে ! রুবি মোড়ে হেনস্থা যাত্রীদের
Last Updated:
#কলকাতা: অ্যাপ ক্যাব নিয়ে শহরে গন্ডগোল অব্যাহত ৷ আজ, বৃহস্পতিবারও অ্যাপ ক্যাব নিয়ে জট কাটল না ৷ কসবার পরিবহন ভবনে বৈঠক নিষ্ফলা ৷ বৈঠকে উবরের তরফে এদিন কেউ উপস্থিত ছিলেন না ৷ ওলার প্রতিনিধি থাকলেও ক্যাবচালকদের শর্ত মানতে নারাজ ওলা ৷ বৈঠকে অ্যাপ ক্যাব ইউনিয়নের প্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত ছিলেন চালকরাও ৷
এরপরই রুবি মোড়ে শুরু হয় তুমুল উত্তেজনা ৷ বেশ কয়েকটি গাড়ি থেকে নামানো হয় যাত্রীদের ৷ তাদের জোর করেই গাড়ি থেকে আন্দোলনকারীরা নামান বলে জানা গিয়েছে ৷ অ্যাপ ক্যাব নিয়ে আন্দোলনে নেমেছেন চালকদের একাংশ ৷ গতকাল, বুধবার রাতেও গাড়ি আটকানোর অভিযোগে লেকটাউনে গ্রেফতার আট অ্যাপ ক্যাব চালক ৷
view commentsLocation :
First Published :
December 27, 2018 3:20 PM IST