Yaas Effect in Digha: দিঘার বাঁধ ভাঙা নিয়ে তদন্তের নির্দেশ মমতার, ৭ দিনে রিপোর্ট দেবে সৌমেনের দফতর
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Cyclone Yaas in Digha: দিঘার বাঁধ ভাঙা নিয়ে বেজায় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তদন্তের নির্দেশ দিলেন তিনি।
কলকাতা: ইয়াস (Cyclone Yaas) পরবর্তী রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে দফতরের প্রধান সচিব, আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসলেন রাজ্যের সেচ ও জলসম্পদ মন্ত্রী সৌমেন মহাপাত্র (Soumen Mahapatra)। বৃহস্পতিবার জলসম্পদ ভবনে একটি রিভিউ মিটিং করেন তিনি। এছাড়া তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার আধিকারিকদের সঙ্গেও কথা বলেন ও বিস্তারিত তথ্য নেন। পরে সাংবাদিক বৈঠক করে তিনি জানান, ইয়াসে মোট ৬ টি জেলার ২৯৩.৩৫ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইয়াসে সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে পূর্ব মেদিনীপুর। সেখানে ১২ কিমি ও ৫.৬৫ কিমি সমুদ্র বাঁধ ও বাকি ২৭৫.৭০ কিলোমিটার নদী বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, এর মধ্যে যেগুলি ছোট ছোট বাঁধ আছে, সেগুলো শুক্রবার থেকেই মেরামত করা শুরু হয়ে যাবে আর বাকি যেগুলি আছে সেগুলি জল কমার পর শুরু হবে।
advertisement
জলসম্পদ মন্ত্রী বলেন, 'এই বাঁধ গুলি মেরামত করতে মোট ১৫৭ কোটি টাকা খরচ হবে। পূর্ব মেদিনীপুর ছাড়াও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলী, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনাতেও বিপুল পরিমাণে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে সেচ দফতরের প্রধান সচিব নবীন প্রকাশের তত্ত্বাবধানে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি তদন্ত করে ৭ দিনের মধ্যে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেবে।
advertisement
advertisement
এদিন নবান্নে সমস্ত জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেই বাঁধ ভাঙা নিয়ে সেচ দফতরের বিরুদ্ধে ক্ষোভও উগরে দিয়েছেন তিনি। সেচ দফতরের সচিবকে ভর্ৎসনার পাশাপাশি তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
এদিন সেচ দফতরের সচিব নবীন প্রকাশকে মমতা প্রশ্ন করেন, 'দিঘায় পুরো বাঁধ কী ভাবে ভেঙে গেল? বাঁধ তৈরি করতে এত সময়ই বা কেন লাগছে? টাকা তো কম নিচ্ছে না। সব টাকা কি জলে ঢালছি? এই ঘটনার তদন্ত করে দেখা হবে।'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 27, 2021 8:41 PM IST