ওয়ার্ক ফ্রম হোম কাজের নামে চলছে জালিয়াতি, বাঁচবেন কীভাবে? রইল ছোট্ট টিপস
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Work From Home scam: ওয়ার্ক ফ্রম হোম কাজ দেওয়ার নাম করে চলছে জালিয়াতি। সাবধান!
কলকাতা: অফিস যেতে হবে না। বাড়ি থেকে কাজ করেই হাজার হাজার টাকা উপার্জন হবে সপ্তাহে। আর সেই টোপে পা দিয়ে প্রচুর টাকা খোয়াচ্ছেন অনেকেই।
করোনা পর্বে বহু অফিস ওয়ার্ক ফ্রম হোম শুরু করেছিল। তবে এখন বেশিরভাগ সংস্থা কর্মীদের অফিসে ডেকে নিয়েছে। তবে এখনও কিছু জালিয়াত ওয়ার্ক ফ্রম হোম কাজ দেওয়ার নাম করে ঠকবাজি করছে। তবে এই ধরণের জালিয়াতি থেকে বাঁচার উপায় খুবই সহজ।
করোনার পর অনেকেরই বাড়ি থেকে কাজ করার অভ্যেস তৈরি হয়েছে। অনেকেই চাইছেন, বাড়িতে বসে কাজ করে উপার্জন করতে। ফলে ওয়ার্ক ফ্রম হোম কাজের চাহিদা বাড়ছে। এই পরিস্থিতিরই সদ্ব্যবহার করছে জালিয়াতরা। টোপ দিয়ে সর্বস্ব লুটে নিচ্ছে তারা।
advertisement
advertisement
আরও পড়ুন- ED-র তলব! গ্রেফতারির প্রবল জল্পনা…হেমন্ত সোরেন জেলে গেলে কে হবে মুখ্যমন্ত্রী?
কয়েকটি ব্যাপার মাথায় রাখবেন। এক, ওয়ার্ক ফ্রম-এর সুযোগ দিচ্ছে যে সংস্থা তাদের সম্পর্কে ভাল করে খোঁজ নিন সবার আগে। দুই, কিছুদিন কাজ করার পরই যদি ওই সংস্থা কোনও না কোনও অজুহাতে টাকা দাবি করে, তা হলে বুঝবেন ঠকবাজদের খপ্পরে পড়েছেন। তিন, কোনওরকম অচেনা গ্রুপ, ব্যক্তির দেওয়া প্রস্তাবে সাড়া দেবেন না।
advertisement
আরও পড়ুন- বিয়ের মঞ্চেই বরের ‘এই’ জিনিস চাই বলে দাবি, পাত্রী পালাল বয়ফ্রেন্ডের সঙ্গেই
২৪ থেকে ৪৫ বয়সী পুরুষ ও মহিলাদের টার্গেট করছে প্রতারকরা। এই বয়সী পুরুষ ও মহিলারা ওয়ার্ক ফ্রম হোম চাকরির টোপে পা দিচ্ছেন সব থেকে বেশি। বিশেষজ্ঞরা বলছেন, লোভ করলেই বিপদ। বাড়ি থেকে কাজ করে কম পরিশ্রমে বেশি টাকা উপার্জন হবে, এই প্রলোভনে পা দিলেই সর্বস্ব খোয়াতে হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
January 31, 2024 7:12 PM IST