Hemant Soren ED: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ED-র তলব! গ্রেফতারির প্রবল জল্পনা...হেমন্ত জেলে গেলে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী? নাম-ও ঠিক

Last Updated:

আর্থিক নয়ছয়ের মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)-র জেরার মুখে পড়তে চলেছেন হেমন্ত সোরেন। এমনকী তাঁর বয়ান রেকর্ড করার পরে গ্রেফতারির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ঝাড়খণ্ড: ঝাড়খণ্ডের রাজ্য-রাজনীতিতে জল্পনা যেন তীব্র হচ্ছে। কিন্তু কী সেই জল্পনা? আসলে গুঞ্জন শুরু হেছে যে, রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বদলে তাঁর জায়গা দখল করবেন স্ত্রী কল্পনা সোরেন। তবে মঙ্গলবার রাতের দিকে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেন যে, এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন হেমন্তের দাদা বসন্ত সোরেন এবং বৌদিও।
নিশিকান্ত দুবে এক্স প্ল্যাটফর্ম (সাবেক ট্যুইটার)-এ লিখেছেন, “মাত্র ৩৫ জন সাংসদই ওই বৈঠকে পৌঁছেছিলেন (যে বৈঠকে কল্পনাকে নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল)। উপস্থিত সাংসদরা কাগজে স্বাক্ষরও করেন। বুধবার রাজ্যপালের সঙ্গে দেখা করার কোনও পরিকল্পনাই নেই হেমন্তজির। তিনি হয়তো ইডি-র জেরার সম্মুখীন হবেন।”
এক এক্স ব্যবহারকারী স্থানীয় সংবাদপত্রের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, কল্পনার নামের বিরোধিতা করেছেন সীতা সোরেন। সীতার বক্তব্য, তিনিও ওই পদের যোগ্য দাবিদার। কারণ, তিনি তিন বার সাংসদ পদে আসীন হয়েছেন। এখানেই শেষ নয়, তাঁর স্বামীও তো দলের জন্য অনেক লড়াই করেছেন!
advertisement
advertisement
আরও পড়ুন: সাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত! মরা রোদ..উধাও শীত, ফের ভাসবে দক্ষিণবঙ্গ! এবার কোন কোন জেলায় বৃষ্টি?
কিন্তু কল্পনা সোরেনকে নিয়ে এত শোরগোলের কারণ ঠিক কী, আর তাঁর পরিচয়ই বা কী, সেটাই দেখে নেওয়া যাক।
১. এনডিটিভি-র এক প্রতিবেদনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা পার্টির একটি সূত্রের বক্তব্য উল্লেখ করে বলা হয় যে, যদি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গ্রেফতার হন, তাহলে তাঁর অনুপস্থিতিতে সেই পদে আসীন হবেন স্ত্রী কল্পনাই।
advertisement
২. আর্থিক নয়ছয়ের মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)-র জেরার মুখে পড়তে চলেছেন হেমন্ত সোরেন। এমনকী তাঁর বয়ান রেকর্ড করার পরে গ্রেফতারির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
৩. হিন্দুস্তান টাইমস-এর একটি প্রতিবেদন অনুযায়ী, কল্পনা সোরেন আদতে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার মেয়ে। আর তাঁর কোনও রাজনৈতিক পটভূমিও নেই। ২০০৬ সালের ৭ ফেব্রুয়ারি হেমন্ত সোরেনর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কল্পনা।
advertisement
আরও পড়ুন: সর্বস্ব লুট! বৃষ্টির রাতে রাস্তায় ফেল গেল ৮৪ বছরের বৃদ্ধকে..আত্মীয় হয়ে কী ভাবে করল এই কাজ?
৪. ওই দম্পতির দু’টি সন্তান – নিখিল এবং অংশ। কল্পনার বাবা একজন ব্যবসায়ী, মা গৃহবধূ। কল্পনা নিজেও ব্যবসার সঙ্গে যুক্ত। এর পাশাপাশি অবশ্য সমাজ সেবামূলক কাজও করেন তিনি।
৫. ওই রিপোর্টে আরও বলা হয়েছে যে, কল্পনা একটি স্কুল চালান এবং অর্গ্যানিক কৃষিকাজের সঙ্গেও যুক্ত তিনি। ইঞ্জিনিয়ারিং এবং এমবিএ ডিগ্রি রয়েছে হেমন্ত-পত্নীর।
advertisement
৬. আবার এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে যে, কল্পনা সোরেন যদি ক্ষমতায় আসেন, তাহলে আইনি বাধা আসতে পারে। সংবিধানের নিয়ম অনুযায়ী, বিধানসভার মেয়াদ এক বছরের কম সময়ের মধ্যে শেষ হয়ে গেলেও উপনির্বাচন করা যাবে না। সেক্ষেত্রে কল্পনা সোরেনের পক্ষে সাংসদ হওয়া বেশ কঠিন হয়ে যাবে। চলতি বছরের নভেম্বর মাসে ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন হওয়ার কথা।
বাংলা খবর/ খবর/দেশ/
Hemant Soren ED: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ED-র তলব! গ্রেফতারির প্রবল জল্পনা...হেমন্ত জেলে গেলে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী? নাম-ও ঠিক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement