Crime News: সর্বস্ব লুট! বৃষ্টির রাতে রাস্তায় ফেল গেল ৮৪ বছরের বৃদ্ধকে..আত্মীয় হয়ে কী ভাবে করল এই কাজ?

Last Updated:

সকালে এলাকার মানুষ তাঁকে দেখতে পেয়ে এবং পুরো ঘটনা শুনে তাঁকে খাওয়ানোর ব্যবস্থা করেন৷ পরে তাঁকে টিটাগর পুরসভার অধীন মমতালয় নামে একটি সেন্টারে নিয়ে যাওয়া হয়।

কলকাতা: বৃষ্টিতে ভিজে সপসপে জামা৷ কুঁকড়ে রাস্তার ধারে বসে রয়েছেন সর্বস্ব খুইয়ে ফেলা এক বৃদ্ধ৷ তাঁর অপরাধ? তিনি বিশ্বাস করেছিলেন৷ বিশ্বাস করেছিলেন একটা মানুষকে৷ টিটাগড় পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ঘটনা৷ বৃষ্টির রাতে ৮৪ বছরের এক বৃদ্ধের সর্বস্ব লুটে নিয়ে তাঁকে পথে বসিয়ে গেল কে বা কারা৷ দুষ্কৃতীরা ওই বৃদ্ধের আত্মীয় বা পরিচিত বলেই মনে করছেন স্থানীয়েরা৷
কোথায় বাড়ি, কী পরিচয়? কী ভাবেই বা টিটাগড়ে এলেন তিনি? এই সমস্ত প্রশ্নের উত্তরে বিশেষ কিছু স্পষ্ট করে বলতে পারছেন না ওই বৃদ্ধ৷ স্থানীয় বাসিন্দারা খোঁজ খবর নিতে গেলে, তিনি শুধু বলতে পেরেছেন, তাঁর নাম মিলন কান্তি মিত্র৷ বাড়ি কলকাতার কেশব সেন স্ট্রিটে৷ ভাইয়ের বন্ধুর বাড়িতে দেখা করতে নিয়ে আসার নাম করে তাঁকে রাস্তার ধারে ফেলে দিয়ে যাওয়া হয়েছে।
advertisement
বৃদ্ধের পকেট থেকে উদ্ধার হয়েছে ভোটার কার্ড, আধার কার্ড এমনকি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এটিএম কার্ডও। কিন্তু, ব্যাঙ্ক থেকে সমস্ত টাকা পয়সা তুলে নিয়ে হাতে শুধু ৫০০ টাকা দিয়ে টোটোয় করে এদিক ওদিক ঘুরিয়ে বিটি রোডের উপর রাস্তার একপাশে ফেলে রেখে গিয়েছে কেউ বা কারা। সারারাত বৃষ্টিতে সেই রাস্তার ধারেই পড়েছিলেন বৃদ্ধ৷
advertisement
advertisement
আরও পড়ুন: শৈত্যপ্রবাহের পরে বর্জ্রবিদ্যুৎ সহ বৃষ্টি…তুষারপাত! পশ্চিমি ঝঞ্ঝায় ফের তোলপাড়..কবে বৃষ্টি কলকাতায়?
সকালে এলাকার মানুষ তাঁকে দেখতে পেয়ে এবং পুরো ঘটনা শুনে তাঁকে খাওয়ানোর ব্যবস্থা করেন৷ পরে তাঁকে টিটাগর পুরসভার অধীন মমতালয় নামে একটি সেন্টারে নিয়ে যাওয়া হয়।
advertisement
ব্যাঙ্কে যেটুকু টাকা পয়সা ছিল সবটাই তুলে নিয়েছে বলে বৃদ্ধার অভিযোগ। সারারাত বৃষ্টিতে ভেজায় বর্তমানে বেশ অসুস্থ তিনি। তাঁকে মিলন মিত্র বারাকপুর বি এন বসুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Crime News: সর্বস্ব লুট! বৃষ্টির রাতে রাস্তায় ফেল গেল ৮৪ বছরের বৃদ্ধকে..আত্মীয় হয়ে কী ভাবে করল এই কাজ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement