Crime News || মর্মান্তিক! দেওর-বৌদির অবৈধ সম্পর্ক! মাশুল গুনতে হল সাত মাসের শিশু কন্যাকে
- Written by:Sujit Bhoumik
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
Crime News || খুনের অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ মৃতার বাবা ও মা।
মহিষাদল: মা ও শিশুর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল মহিষাদলে৷ খুনের অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছে মৃতার পরিবার। গোটা ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত মহিলার নাম সোনম খাতুন। মহিষাদল থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করেছে।
মৃতার বাবা মা-র অভিযোগ, বৌদির সঙ্গে স্বামীর অবৈধ সম্পর্ক জানতে তাঁদের পারে মেয়ে। তার জেরেই সাত মাসের কন্যা সন্তান-সহ তাঁকে খুন হতে হয়।
সূত্রের খবর, তমলুকের সোনম খাতুন(২৩) এর সঙ্গে ২ বছর আগে বিয়ে হয় মহিষাদলের লক্ষা ১ নম্বর গ্রামের চক গাজীপুরের বাসিন্দা শেখ সলমনের। সাত মাসের একটি কন্যা সন্তান রয়েছে তাঁদের। শুক্রবার সন্ধ্যে সাতটা নাগাদ সোনম খাতুনের শ্বশুরবাড়ি থেকে ফোন আসে মেয়ের বাবা মঈনুদ্দিন আলির কাছে। বলা হয় শিশুকন্যাকে নিয়ে আত্মহত্যা করেছেন সোনম।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘এতদিন কোথায় ছিলেন?’ মুর্শিদাবাদে গিয়েই একশো কোটি বরাদ্দ মমতার, তবু কটাক্ষ অধীরের
মেয়ের বাড়ি পৌঁছলে তাঁরা দেখেন কন্যাসন্তান সহ মেয়ের মৃতদেহ শোয়ানো রয়েছে। মৃতার বাবা মইনুদ্দিন আলির অভিযোগ, তাঁর জামাইয়ের স্বামীর সঙ্গে বউদির অবৈধ সম্পর্ক ছিল। সে কথা তার মেয়ে জানতে পেরে যাওয়ায় তাঁর মেয়েকে খুন হতে হয়। পুলিশ মৃতার স্বামী সহ ১ জনকে গ্রেফতার করেছে বলে।
advertisement
সুজিত ভৌমিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 06, 2023 11:44 AM IST









