West Bengal Weather Update: শীত কার্যত উধাও ! উষ্ণ সরস্বতী পুজো দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গেও বাড়বে তাপমাত্রা
- Published by:Siddhartha Sarkar
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
West Bengal Weather Update: আজ বুধবার ও আগামিকাল, বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে কুয়াশার দাপট থাকবে সকালের দিকে।
বিশ্বজিৎ সাহা, কলকাতা: উষ্ণ সরস্বতী পুজো দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কার্যত শীত উধাও। উত্তরবঙ্গেও বাড়বে তাপমাত্রা। জানুয়ারি মাসে আর ফিরছে না শীতের আমেজ। আজ বুধবার ও আগামিকাল, বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে কুয়াশার দাপট থাকবে সকালের দিকে।
স্বাভাবিকের থেকে চার ডিগ্রি উপরে কলকাতার তাপমাত্রা। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই উপরে থাকবে। সকালের দিকে কুয়াশা হলেও মূলত পরিষ্কার আকাশ। সরস্বতী পুজোর দিন আরও বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী চার-পাঁচ দিন একই রকম থাকবে। জেলায় সকালে ও রাতে হালকা শীতের আমেজ থাকলেও কলকাতা ও সংলগ্ন এলাকায় শীতের আমেজ উধাও হবে।
advertisement
উত্তরবঙ্গে আরও ২৪ ঘণ্টা একই রকম তাপমাত্রা থাকলেও তারপর থেকে কিছুটা তাপমাত্রা বাড়বে। ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গে জেলাগুলিতে আগামী কয়েক দিনে। অর্থাৎ স্বাভাবিকের উপরে উঠবে উত্তরবঙ্গের তাপমাত্রাও। বিহার সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশা সম্ভাবনা। সপ্তাহের শেষ দিকে পার্বত্য এলাকার আবহাওয়ার পরিবর্তন হতে পারে উত্তরবঙ্গের। পশ্চিমী ঝঞ্ঝা পাস করার সময় দার্জিলিং কালিম্পং-এর পার্বত্য এলাকায় এবং সিকিমে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।
advertisement
advertisement
কলকাতায় সকালে হালকা কুয়াশা। দিনভর পরিষ্কার আকাশ। দিনের বেলায় শীতের আমেজ উধাও হবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আজ, বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। গতকাল এই তাপমাত্রা ছিল ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৯ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
advertisement
পশ্চিমী ঝঞ্ঝার দাপট উত্তর-পশ্চিম ভারতে চলছে। এই পশ্চিমী ঝঞ্ঝায় আরব সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এই পশ্চিমী ঝঞ্ঝাটি ক্রমশ ধীরগতিতে পূর্ব ভারতের দিকে এগোবে। এর পিছনেই আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে উত্তর-পশ্চিম ভারতে। আগামী ২৭ জানুয়ারি শুক্রবার সেই পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে ঢোকার সম্ভাবনা রয়েছে।
advertisement
দুটি ঘূর্ণাবর্ত রয়েছে বর্তমানে দেশে। একটি রাজস্থান ও সংলগ্ন এলাকায়। অপরটি দক্ষিণ ভারতের তামিলনাড়ু ও সংলগ্ন এলাকায়। একটি অক্ষরেখা রয়েছে যেটি উত্তর-পূর্ব আরব সাগর থেকে দক্ষিণ-পশ্চিম উত্তর প্রদেশ পর্যন্ত বিস্তৃত। এই অক্ষরেখাটি রাজস্থানের ঘূর্ণাবর্তের উপর দিয়ে এসেছে।

মূলত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এখন উত্তর-পশ্চিম ভারতে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে। কোথাও হালকা বৃষ্টি, কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, আবার কোথাও শিলাবৃষ্টির পূর্বাভাস। রয়েছে হালকা তুষারপাতের সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম হিমালয়ের পার্বত্য এলাকার রাজ্যগুলিতে। উত্তরাখণ্ডেও হালকা বৃষ্টি ও সামান্য তুষারপাতের সম্ভাবনা। উত্তর-পশ্চিম ভারতের সমতলে রাজধানী দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় এবং উত্তরপ্রদেশের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরাখণ্ড এবং উত্তর প্রদেশের কিছু অংশে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাজস্থান ও উত্তর প্রদেশের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ এই বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত।
advertisement
আগামিকাল, বৃহস্পতিবার পর্যন্ত উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা একই রকম থাকবে। শুক্র ও শনিবার তাপমাত্রা কিছুটা কমবে। দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। তারপর ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। সোমবার থেকে বুধবারের মধ্যে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। গুজরাতে আগামী দু’দিন তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। তারপর থেকে পরবর্তী তিন দিনে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।
advertisement
দেশের বেশ কিছু রাজ্যে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় অসম, মেঘালয়, ত্রিপুরার মত উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি ছাড়াও পূর্ব ভারতের বিহার, ওড়িশা, ঝাড়খন্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু এলাকায় এই কুয়াশার দাপট থাকবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
January 25, 2023 12:19 PM IST