এয়ার ইন্ডিয়ার প্রজাতন্ত্র দিবস অফার, মাত্র ১৭০৫ টাকায় বিমান ভ্রমণ, দেখে নিন পুরোটা
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Air India Republic Day sale: দেশের ভিতরে অর্থাৎ ডোমেস্টিক ফ্লাইটের যাত্রীরা এই সুযোগ পাচ্ছেন।
সেল। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ধামাকা অফার নিয়ে এল এয়ার ইন্ডিয়া। বিমানের টিকিটের দাম মাত্র ১,৭০৫ টাকা। দেশের ভিতরে অর্থাৎ ডোমেস্টিক ফ্লাইটের যাত্রীরা এই সুযোগ পাচ্ছেন।
বুকিং কতদিন মিলবে: ১ ফেব্রুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের যে কোনও প্রান্ত ভ্রমণের সুবিধা পাচ্ছেন যাত্রীরা ৷ ‘ফ্লাই এয়ার ইন্ডিয়া সেল’-এর আওতায় এই ছাড় পাবেন। ডোমেস্টিক ফ্লাইটের টিকিটেই শুধুমাত্র এই অফার মিলবে। এয়ার ইন্ডিয়ার সমস্ত অফিস, বিমানবন্দর অফিস, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট কেনা যাবে। এছাড়া ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতেও টিকিট মিলবে।
advertisement
টিকিটের দাম: এই অফার শুধুমাত্র ইকোনমি ক্লাসের টিকিটেই পাওয়া যাবে। ১ ফেব্রুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভ্রমণের জন্য বৈধ। এয়ার ইন্ডিয়ার এই সেলের মাধ্যমে ৪৯টি জায়গার টিকিট বুক করা যাবে। টিকিটের প্রারম্ভিক মূল্য ১,৭০৫ টাকা। অধিগ্রহণের পর টাটা গ্রুপ এয়ার ইন্ডিয়াকে নতুনভাবে বাজারজাত করার চেষ্টা করছে। সেই লক্ষ্যেই এই সেল।
advertisement
advertisement
এয়ার ইন্ডিয়ার সেলের বিবরণ:
১। একপিঠের ভাড়া শুরু ১,৭০৫ টাকা থেকে।
২। ডিসকাউন্ট শুধুমাত্র ইকোনমি ক্লাসের জন্য প্রযোজ্য। ৪৯টিরও বেশি গন্তব্যের টিকিট বুক করা যাবে।
৩। এয়ারলাইনের অনুমোদিত ট্রাভেল এজেন্ট সহ সমস্ত এয়ার ইন্ডিয়া বুকিং প্ল্যাটফর্ম থেকে টিকিট কাটা যাবে।
৪। ডোমেস্টিক ফ্লাইটে কিছু একপিঠের ছাড় দেওয়া ভাড়ার তালিকা: দিল্লি থেকে মুম্বই – ৫,০৭৫ টাকা, চেন্নাই থেকে দিল্লি – ৫,৮৯৫ টাকা, বেঙ্গালুরু থেকে মুম্বই – ২,৩১৯ টাকা, দিল্লি থেকে উদয়পুর – ৩,৬৮০ টাকা, দিল্লি থেকে গোয়া – ৫,৬৫৬ টাকা, দিল্লি থেকে পোর্ট ব্লেয়ার – ৮,৬৯০ টাকা, দিল্লি থেকে শ্রীনগর – ৩,৭৩০ টাকা, আহমেদাবাদ থেকে মুম্বই – ১৮০৬ টাকা, গোয়া থেকে মুম্বাই – ২,৮৩০ টাকা।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
January 23, 2023 11:44 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এয়ার ইন্ডিয়ার প্রজাতন্ত্র দিবস অফার, মাত্র ১৭০৫ টাকায় বিমান ভ্রমণ, দেখে নিন পুরোটা