West Bengal Weather Forecast: এসে গেল শীতের আমেজ, সপ্তাহজুড়ে কেমন থাকবে বাংলার আবহাওয়া? বৃষ্টি হবে এক জেলায়

Last Updated:

West Bengal Weather Forecast: চারদিনে ৪° নামল কলকাতার পারদ। বাংলা জুড়ে সকালে শীতের আমেজ। পশ্চিমের জেলায় শীতের আমেজ একটু বেশি। কালীপুজো থেকে ভাইফোঁটা মনোরম পরিবেশে কাটবে আশ্বাস আবহাওয়া দপ্তরের। 

কলকাতায় এক ধাক্কায় রাতের তাপমাত্রা প্রায় আড়াই ডিগ্রি নেমে গেল। দিনের তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। আগামী চার পাঁচ দিন ভোরবেলা শীতের আমেজ ও মনোরম পরিবেশ।
কলকাতায় এক ধাক্কায় রাতের তাপমাত্রা প্রায় আড়াই ডিগ্রি নেমে গেল। দিনের তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। আগামী চার পাঁচ দিন ভোরবেলা শীতের আমেজ ও মনোরম পরিবেশ।
#কলকাতা: চারদিনে ৪ ডিগ্রি নামল কলকাতার পারদ (Kolkata Weather)। বাংলা জুড়ে সকালে শীতের আমেজ। পশ্চিমের জেলায় শীতের আমেজ একটু বেশি। কালীপুজো থেকে ভাইফোঁটা মনোরম পরিবেশে কাটবে বলে আশ্বাস আবহাওয়া দপ্তরের (West Bengal)। সকালে আংশিক কুয়াশা বিভিন্ন জেলায়। সোম-মঙ্গলবার নাগাদ দার্জিলিং সিকিমে হালকা বৃষ্টির সম্ভাবনা।
সকালে শীতের আমেজ আরও বাড়ল বাংলায়। চার জেলায় তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে। শ্রীনিকেতনে পারদ ১৮° ছুঁল। শুষ্ক আবহাওয়ার শুরু বঙ্গে। আগামী কয়েকদিন একই রকম আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে। হেমন্তের পরিবেশ সারা বাংলা জুড়ে।  রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে থাকায় হালকা শীতের আমেজ। খুব সকালের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশা। রাতে ও সকালের দিকে হালকা শীতের আমেজ। পশ্চিমের জেলা গুলিতে শীতের আমেজ বেশি অনুভূত হবে। গত তিন দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি নেমে গেল। সকালের শীতের আমেজ আরও একটু বাড়ল। এরকম পরিস্থিতি থাকবে আগামী এক সপ্তাহ।
advertisement
advertisement
উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং এর হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টির পর বুধবার থেকে দার্জিলিং এর তাপমাত্রা ৮ ডিগ্রি নিচে নেমে যাওয়ার সম্ভাবনা। শুষ্ক ও শীতল  আবহাওয়া থাকবে। আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রা কিছুটা কমবে। শীতের আমেজ কিছুটা বাড়বে সঙ্গে সকালের দিকে কুয়াশার দাপটও বাড়বে।
advertisement
কলকাতায়  মূলত পরিষ্কার আকাশ। রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে থাকবে। গত বৃহস্পতিবার রাতের তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সেই তাপমাত্রা নেমে এল ২১.৬ ডিগ্রি সেলসিয়াসে। স্বাভাবিকের ৩° বেশি তাপমাত্রা ছিল যা রবিবার সকালে স্বাভাবিকের ১ ডিগ্রি নিচে নেমে এল। ৪ দিনে রাতের তাপমাত্রা ৪° কমলো। সকালের দিকে মনোরম পরিবেশ। এরকমই পরিবেশ থাকবে আগামী এক সপ্তাহ।
advertisement
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৮ থেকে ৮৮ শতাংশ।  বৃষ্টি হয়নি কলকাতায়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Weather Forecast: এসে গেল শীতের আমেজ, সপ্তাহজুড়ে কেমন থাকবে বাংলার আবহাওয়া? বৃষ্টি হবে এক জেলায়
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement