Election: বাকি পুরভোট পাঁচ দফায় করার কথা ভাবছে রাজ্য, খবর সূত্রের

Last Updated:

Municipal Election: কলকাতাকে বাদ দিয়ে রাজ্যে এই মূহুর্তে মোট মেয়াদ উত্তীর্ণ পুরসভার সংখ্যা ১১১টি। হাইকোর্টে রাজ্যের সব বকেয়া পুরভোট এক সঙ্গে করার দাবি জানিয়ে দু'টি মামলা হয়।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#কলকাতা: বাকি সব পুরভোট (Municipal Election) পাঁচ দফায় ফেব্রুয়ারিতে করার প্রস্তাব দিতে চলেছে রাজ্য। সূত্রের খবর, আগামী ২৩ ডিসেম্বর হাইকোর্টে (High Court) পুরভোট সংক্রান্ত মামলায় রাজ্যের তরফে আদলতকে জানানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। বকেয়া ১১১টি পুরসভার ভোট কবে এবং কত দফায় হবে, সে বিষয়ে রাজ্যকে সুনির্দিষ্ট ভাবে হলফনামা দিয়ে জানাতে আজ নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তার জেরেই রাজ্য ও কমিশন যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে বলে পুর ও নগরোন্নয়ন মন্ত্রক সূত্রে জানা গিয়েছে।
কলকাতাকে বাদ দিয়ে রাজ্যে এই মূহুর্তে মোট মেয়াদ উত্তীর্ণ পুরসভার সংখ্যা ১১১টি। হাইকোর্টে রাজ্যের সব বকেয়া পুরভোট এক সঙ্গে করার দাবি জানিয়ে দু'টি মামলা হয়। এর মধ্যে একটি মামলা ছিল বিজেপির। হাইকোর্ট দু'টি মামলাকে এক সঙ্গে নিয়ে শুনানির পর আজ বাকি পুরভোট কবে এবং কত দফায় করতে চায় রাজ্য, সে বিষয়ে সুনির্দিষ্ট ভাবে দিনক্ষণ জানাতে বলেছে। একই সঙ্গে, বকেয়া সব পুরভোট যতটা সম্ভব কম দফায় করার বিষয়টিও রাজ্যকে বিবেচনার মধ্যে রাখতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই মামলার পরবর্তী শুনানি হবে ২৩ শে ডিসেম্বর। ঐ দিনেই এ বিষয়ে রাজ্যকে তার অবস্থান জানাতে হবে।
advertisement
পুর ও নগরোন্নয়ন মন্ত্রকের এক পদস্থ কর্তা বলেন, "আমরা ফেব্রুয়ারিতে, পাঁচ দফায় ভোট করার কথা ভেবেছি। কেন পাঁচ দফায় ভোট সে বিষয়েও আমরা আদালতকে বোঝাব। এর পরেও, আদালত দফা আরও কম করার কথা বলতেই পারে। " এর আগে, বকেয়া পুরভোট ছয় থেকে আট দফায় করার কথা জানিয়েছিল রাজ্য। রাজ্যের সেই সিদ্ধান্তেরও বিরোধিতা করেছিল বিজেপি। পর্যবেক্ষকদের মতে, এখন, দফা কম করার বিষয়টি সরাসরি আদালত বিবেচনা করার জন্য নির্দেশ দেওয়ায়, দফা কম করে পাঁচ দফায় সম্পূর্ন করার সিদ্ধান্ত নিল রাজ্য। মন্ত্রকের ওই আধিকারিক বলেন, "আট দফার পরিবর্তে পাঁচ দফায় ভোটের প্রস্তাব, আদালতের কাছে গ্রহনযোগ্য হবে বলেই আমরা মনে করছি।"
advertisement
advertisement
বকেয়া সব পুরভোট নতুন ভোটার তালিকা ধরে করার কথা আগেই বলেছেন মুখ্যমন্ত্রী। সব ঠিকঠাক থাকলে, আগামী ৫ জানুয়ারি জাতীয় নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। নিয়ম মেনে ঐ তালিকা প্রকাশের পর তা নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে তাকে "এডপ্ট" করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। এর পর ঐ বিধানসভা ভিত্তিক ভোটার তালিকাকে পুরভোটের উপযোগী করে তৈরি করে চূড়ান্ত তালিকা প্রকাশ করতে সর্বাধিক এক মাস লাগবে।
advertisement
আরও পড়ুন: কলকাতার দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি, ইউনেসকোর ঘোষণায় তিলোত্তমার ঐতিহ্য
ঐ হিসাবে, ৫ ফেব্রুয়ারির মধ্যে পুরভোটের জন্য ভোটার তালিকা সম্পূর্ন হয়ে গেলে তা ধরে ভোট হতে কোনও বাধা থাকবে না। সে ক্ষেত্রে, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ নাগাদ পুরভোট শুরু করা সম্ভব। ৭ মার্চ রাজ্যের স্কুলগুলিতে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। তার আগে পুরভোট সেরে না ফেলতে পারলে এপ্রিলে উচ্চমাধ্যমিক শেষ না হওয়া পর্যন্ত ভোট করা যাবে না। সে কারনে, ফেব্রুয়ারিতেই পুরভোটের জন্য কমিশনও তলায় তলায় প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে, পুরভোটে বাহিনীর প্রশ্নটি এখনও চূড়ান্ত নয়। আগামীকাল আদালতে এ বিষয়ে কোন সিদ্ধান্ত হতে পারে। কেন্দ্রীয় বাহিনীর দাবিতে এখনও নাছোড় বিজেপি। কংগ্রেস ও ঘুরপথে বামেরাও সেই দাবি সমর্থন করেছে। যদিও, রাজ্য পুলিশই পুরভোটের জন্য যথেষ্ট এমনটাই মনে করে রাজ্য।
advertisement
Arup Dutta
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Election: বাকি পুরভোট পাঁচ দফায় করার কথা ভাবছে রাজ্য, খবর সূত্রের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement