C V Anand Bose: সরস্বতী পুজোয় হাতেখড়ি হয়েছিল, এবার শুরু রাজ্যপালের বাংলা শেখার ক্লাস
- Published by:Satabdi Adhikary
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
রাজভবন সূত্রে খবর, প্রতিদিন সপ্তাহে এক ঘণ্টা করে বাংলার ক্লাস করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত ২৬ জানুয়ারি সরস্বতী পূজার দিন বাংলা শেখার জন্য হাতেখড়ি হয়েছিল রাজ্যপালের।
কলকাতা: সরস্বতী পুজোর দিনই হয়েছিল বাংলায় হাতেখড়ি। এবার পুরোদমে বাংলা শেখাও শুরু করে দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন সূত্রের খবর, আজ, সোমবার থেকেই শুরু হল রাজ্যপালের বাংলার ক্লাস। এবার থেকে সপ্তাহের প্রতি দিন এক ঘণ্টা করে বাংলার ক্লাস করবেন তিনি।
বাংলার রাজ্যপাল হয়ে আসা ইস্তক এই ভাষা শেখার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন সি ভি আনন্দ বোস। গত ২৬ জানুয়ারি, সরস্বতী পুজোর দিন সেই কারণে বাংলায় হাতেখড়িও করেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে প্রজাতন্ত্র দিবসের দিন বিকেলে রাজভবনে ওই হাতেখড়ি অনুষ্ঠানের আয়োজন করা হয়। যদিও সেই হাতেখড়ির অনুষ্ঠানকে কেন্দ্র করে বিতর্কও কম হয়নি। হাতেখড়ির অনুষ্ঠানের দিন রাজভবনে অনুপস্থিত ছিলেন বিরোধী দলের সদস্যেরা। শুধু তাই নয়, ওইদিন বিজেপির কোনও প্রতিনিধিও রাজভবনের অনুষ্ঠানে যোগ দেননি।
advertisement
আরও পড়ুন: ভুল পকেটে ফোন রাখেন? হারাতে পারেন প্রজনন ক্ষমতা, জেনে নিন কোন পকেটে রাখা উচিত ফোন
বাংলার তিন খুদের কাছ থকে বাংলায় হাতেখড়ি হয়েছিল রাজ্যপালের। ওইদিন তিনি বাংলা ভাষায় ভাষণও দিয়েছিলেন। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওইদিন বক্তৃতা করেছিলেন মালায়লাম ভাষায়।
advertisement
রাজ্যের রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেওয়ার পরে সিভি আনন্দ বোস জানিয়েছিলেন তিনি বাংলা ভাষা শিখতে আগ্রহী। সেই মতো রাজভবনের তরফে প্রস্তুতিও নেওয়া হয়। হাতেখড়ি হওয়ার প্রায় একমাস পরে আজ, সোমবার থেকে অবশেষে বাংলা ভাষা শেখা শুরু করলেন রাজ্যপাল।
advertisement
আরও পড়ুন: দাদুর সঙ্গে বেরু করতে বেরিয়ে মর্মান্তিক পরিণতি, ৬ বছরের শিশুকে ২ কিলোমিটার টেনে হিঁচড়ে নিয়ে গেল ডাম্পার
গত রবিবারই, নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল। সূত্রের খবর, আজই নবান্নের তরফে সেই রিপোর্ট পাঠানো হতে পারে রাজভবনে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
February 27, 2023 1:16 PM IST