KMC Elections 2021: ১১০০-র বেশি বুথ স্পর্শকাতর, ভোটের দিন কেমন হবে কলকাতা? নির্দেশ জারি কমিশনের

Last Updated:

KMC Elections 2021: কলকাতা পুরভোটে সব স্পর্শকাতর বুথে বাহিনী মোতায়েন থেকে শুরু করে নিরাপত্তা সংক্রান্ত খুঁটিনাটি বিষয়ের নকশাও তুলে দেওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের হাতে।

রাজ্যে আসানসোল,বালিগঞ্জ উপনির্বাচন
প্রতীকী ছবি।
রাজ্যে আসানসোল,বালিগঞ্জ উপনির্বাচন প্রতীকী ছবি।
#কলকাতা: কলকাতা পুরভোটে (KMC Elections 2021) স্পর্শকাতর বুথের তালিকা কমিশনকে দিল কলকাতা পুলিশ (Kolkata Police)। ১১০০-র কিছু বেশি বুথকে স্পর্শকাতর বুথ হিসাবে চিহ্নিত করেছে কলকাতা পুলিশ। শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনারকে সেই তালিকা তুলে দিয়েছে কলকাতা পুলিশ। শুধু তালিকাই নয়, এই সব স্পর্শকাতর বুথে বাহিনী মোতায়েন থেকে শুরু করে নিরাপত্তা সংক্রান্ত খুঁটিনাটি বিষয়ের নকশাও তুলে দেওয়া হয়েছে কমিশনের হাতে। মোট প্রায় ৫ হাজার বুথের মধ্যে স্পর্শকাতর বুথ শতাংশের বিচারে প্রায় ২০ %। সব স্পর্শকাতর ভোটকেন্দ্রে রুট মার্চ আজ সন্ধ্যা থেকে।
বোরো মোতাবেক স্পর্শকাতর বুথ:
বোরো ১: মোট বুথ ৩৪৫। সংবেদনশীল বুথ ১১২টি।
advertisement
বোরো ২: মোট বুথ ২০১। সংবেদনশীল বুথ ৬৯টি।
বোরো ৩: মোট বুথ ৪০০। সংবেদনশীল বুথ ১০০টি।
বোরো ৪: মোট বুথ ২৭০। সংবেদনশীল বুথ ৯১টি।
বোরো ৫: মোট বুথ ২৪৪। সংবেদনশীল বুথ ৩৬টি।
বোরো ৬: মোট বুথ ৩০৫। সংবেদনশীল বুথ ৭১টি।
advertisement
বোরো ৭: মোট বুথ ৫৮৭। সংবেদনশীল বুথ ২৫০টি।
বোরো ৮: মোট বুথ ২৯৩। সংবেদনশীল বুথ ৩১টি।
বোরো ৯: মোট বুথ ৩৬৫। সংবেদনশীল বুথ ৪৩টি।
বোরো ১০: মোট বুথ: ৪৭৭। সংবেদনশীল বুথ ৬৭টি।
বোরো ১১: মোট বুথ ২৪৩। সংবেদনশীল বুথ ৪৮টি।
বোরো ১২: মোট বুথ ২৭৮। সংবেদনশীল বুথ ৪৪টি।
বোরো ১৩: মোট বুথ ২০৬। সংবেদনশীল বুথ ২২টি।
advertisement
বোরো ১৪: মোট বুথ ২৬৪। সংবেদনশীল বুথ ৩৬টি।
বোরো ১৫: মোট বুথ ২৪৫। সংবেদনশীল বুথ ৭৩টি।
বোরো ১৬: মোট বুথ ২৩৬। সংবেদনশীল বুথ ৪৬টি।
কলকাতা পুলিশ কমিশনার, মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, জেলা শাসক (দক্ষিণ ২৪ পরগনা), বিশেষ এবং সাধারণ পর্যবেক্ষকদের নির্দেশিকা পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। তাতে উল্লেখ করা হয়েছে, ভোটারদের কোনওভাবেই প্রভাবিত করা যাবে না। বুথ ক্যাপচারিং এবং রিগিং যাতে কোনওভাবে না-হয়, বিষয়টা বুথের নিরাপত্তার দায়িত্বে থাকা সশস্ত্র বাহিনীকে নিশ্চিত করতে হবে। ভোটাররা যাতে নিরাপদে তাঁদের ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছাতে পারেন, সে দিকে নজর রাখতে হবে। কোনও ভাবে তারা যাতে প্রভাবিত না-হন, হুমকির সম্মুখীন না-হন, সেদিকে নজরে রাখতে হবে।
advertisement
কোনও রাজনৈতিক দল বা প্রার্থীর গাড়ি বিনা অনুমতিতে ভোটের দিন অনুমতি ছাড়া চলাচল করতে পারবে না। এমনকি কোনও বাইক বাহিনীর মিছিল হবে না। যে সমস্ত ব্যক্তির সশস্ত্র নিরাপত্তা রক্ষী রয়েছে, তাঁরা ভোট দিতে গেলে পোলিং স্টেশনের বাইরে সিকিউরিটিকে দাঁড় করিয়ে রাখতে হবে। নিরাপত্তা রক্ষী নিয়ে যথেচ্ছ ঘুরতে পারবেন না কেউ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
KMC Elections 2021: ১১০০-র বেশি বুথ স্পর্শকাতর, ভোটের দিন কেমন হবে কলকাতা? নির্দেশ জারি কমিশনের
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement