ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: বদল হতে চলেছে রাজ্য বিজেপি দফতরের। আগামী ১০ মার্চ বিজেপির নতুন রাজ্য দফতরের উদ্বোধন হতে চলেছে বলে বিজেপি সূত্রের খবর। সেক্টর ফাইভের নতুন দফতরের উদ্বোধন করতে রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বর্তমানে বিজেপির রাজ্য দফতর ৬ নম্বর মুরলিধর সেন লেনে অবস্থিত। এবার সেই মুরলীধর সেন লেনের অফিস সরে যাচ্ছে সল্টলেক সেক্টর ফাইভে। বিজেপি সূত্রে খবর, সেক্টর ফাইভের একটি কমার্শিয়াল কমপ্লেক্সে তিনটে ফ্লোর নেওয়া হয়েছে দলীয় কার্যালয় করার জন্য। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মুরলিধর সেন লেন থেকে সব দফতর চলে যাবে সেখানে।
আরও পড়ুন-জন্মদিনে হারিয়ে যাওয়ার ভয় কলকাতার ট্রামের
আইটি, সোশ্যাল মিডিয়া, মিডিয়া অফিস বেয়ারার সব থাকবে এক ছাতার তলায়। কর্পোরেট ধাঁচে চলবে এবার থেকে রাজ্য বিজেপির নতুন দফতর । দলের মুরলীধর সেন লেনের রাজ্য দফতর মূলত এবার থেকে উত্তর কলকাতা জেলা বিজেপির দলীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে। পঞ্চায়েত এবং লোকসভা ভোটের আগেই রাজ্য দফতরের ঠিকানা বদল করা হবে বলে আগেই জানিয়েছিলেন পদ্ম শিবিরের নেতারা।
আরও পড়ুন- এয়ার আরবিয়ার পর এতিহাদ, কলকাতা-আবু ধাবি উড়ান ফের চালু হচ্ছে
সেন্ট্রাল অ্যাভিনিউ লাগোয়া ৬ মুরলীধর সেন লেন বিজেপির রাজ্য দফতরের বর্তমান যে ঠিকানা, সেই ঠিকানা সরু গলির মধ্যে হওয়ায় অনেক হাইপ্রোফাইল নেতাই নিরাপত্তাজনিত কারণে সেখানে আসতে পারতেন না। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই কেন্দ্রীয় প্রথম সারির অনেক পদ্ম নেতাই রাজ্য সফর শুরু করেছেন। সাংগঠনিক বৈঠক থেকে বিভিন্ন দলীয় কাজকর্ম এবার থেকে নতুন ঠিকানাতেই করতে চায় বিজেপির রাজ্য কমিটি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengal BJP, BJP