কলকাতা: কোভিডের জন্য মাঝে তিন বছর বন্ধ থাকার পর ফের কলকাতা থেকে আবু ধাবির সরাসরি উড়ান পরিষেবা চালু করছে এতিহাদ এয়ারওয়েজ ৷ আগামী ২৬ মার্চ থেকেই পুনরায় শুরু হচ্ছে এই শহর থেকে এতিহাদের বিমান পরিষেবা ৷
কলকাতা থেকে লন্ডন, ফ্রাঙ্কফুর্ট, মেলবোর্ন, প্যারিস, নিউ ইয়র্কের মতো বিশ্বের গুরুত্বপূর্ণ শহরের রুটগুলিতে সরাসরি বিমান না থাকায় দুবাই, দোহা, সিঙ্গাপুর, ব্যাঙ্ককের মতো শহরগুলিই ভরসা যাত্রীদের ৷ এবার আবু ধাবির বিমান চালু হওয়ায় কলকাতার যাত্রীদের বিশ্বের বিভিন্ন দেশে যেতে সুবিধাই হবে বলে মনে করা হচ্ছে ৷
আরও পড়ুন- জন্মদিনে হারিয়ে যাওয়ার ভয় কলকাতার ট্রামের
ইতিমধ্যেই কলকাতা থেকে বিমান পরিষেবা চালু করার কথা ঘোষণা করেছে মধ্য প্রাচ্যের আরেক বিমান সংস্থা এয়ার আরবিয়া ৷ এবার এতিহাদও সেই তালিকায় জুড়ে যাওয়ায় কলকাতা-আবু ধাবি রুটে ফ্লাইট সংখ্যা বাড়ল ৷ সংযুক্ত আরব আমিরশাহীতে এমনিতেই ভারতীয় যাত্রীদের সংখ্যা অনেক বেশি ৷ কলকাতা থেকে এর আগে আবু ধাবি পর্যন্ত এতিহাদ বিমান পরিষেবা দিয়ে থাকলেও মাঝে বেশ কিছু বছর তা বন্ধ হয়ে যায় ৷ আগামী মাস থেকেই ফের তা চালু হচ্ছে ৷
পাশাপাশি এয়ার আরবিয়া এর আগে কখনও কলকাতা থেকে বিমান চালায়নি ৷ এবার সোম, বুধ ও শুক্রবার- সপ্তাহে তিন দিন কলকাতা থেকে বিমান চালাবে তারা বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Air Arabia, Etihad, Kolkata Airport