Kolkata-Abu Dhabi Flight: এয়ার আরবিয়ার পর এতিহাদ, কলকাতা-আবু ধাবি উড়ান ফের চালু হচ্ছে

Last Updated:

আগামী ২৬ মার্চ থেকেই পুনরায় শুরু হচ্ছে কলকাতা থেকে এতিহাদের বিমান পরিষেবা ৷

কলকাতা: কোভিডের জন্য মাঝে তিন বছর বন্ধ থাকার পর ফের কলকাতা থেকে আবু ধাবির সরাসরি উড়ান পরিষেবা চালু করছে এতিহাদ এয়ারওয়েজ ৷  আগামী ২৬ মার্চ থেকেই পুনরায় শুরু হচ্ছে এই শহর থেকে এতিহাদের বিমান পরিষেবা ৷
কলকাতা থেকে লন্ডন, ফ্রাঙ্কফুর্ট, মেলবোর্ন, প্যারিস, নিউ ইয়র্কের মতো বিশ্বের গুরুত্বপূর্ণ শহরের রুটগুলিতে সরাসরি বিমান না থাকায় দুবাই, দোহা, সিঙ্গাপুর, ব্যাঙ্ককের মতো শহরগুলিই ভরসা যাত্রীদের ৷ এবার আবু ধাবির বিমান চালু হওয়ায় কলকাতার যাত্রীদের বিশ্বের বিভিন্ন দেশে যেতে সুবিধাই হবে বলে মনে করা হচ্ছে ৷
advertisement
advertisement
ইতিমধ্যেই কলকাতা থেকে বিমান পরিষেবা চালু করার কথা ঘোষণা করেছে মধ্য প্রাচ্যের আরেক বিমান সংস্থা এয়ার আরবিয়া ৷ এবার এতিহাদও সেই তালিকায় জুড়ে যাওয়ায় কলকাতা-আবু ধাবি রুটে ফ্লাইট সংখ্যা বাড়ল ৷ সংযুক্ত আরব আমিরশাহীতে এমনিতেই ভারতীয় যাত্রীদের সংখ্যা অনেক বেশি ৷ কলকাতা থেকে এর আগে আবু ধাবি পর্যন্ত এতিহাদ বিমান পরিষেবা দিয়ে থাকলেও মাঝে বেশ কিছু বছর তা বন্ধ হয়ে যায় ৷ আগামী মাস থেকেই ফের তা চালু হচ্ছে ৷
advertisement
Representative Image Representative Image
পাশাপাশি এয়ার আরবিয়া এর আগে কখনও কলকাতা থেকে বিমান চালায়নি ৷ এবার সোম, বুধ ও শুক্রবার- সপ্তাহে তিন দিন কলকাতা থেকে বিমান চালাবে তারা বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata-Abu Dhabi Flight: এয়ার আরবিয়ার পর এতিহাদ, কলকাতা-আবু ধাবি উড়ান ফের চালু হচ্ছে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement