West Bengal SIR List: SIR তালিকায় কীভাবে খুঁজবেন নিজের, পরিবারের সকলের নাম? বিভ্রান্ত হবেন না, ধাপে ধাপে জানুন সহজ পদ্ধতি
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
West Bengal SIR List: Election Commission of India (ECI) 'eci.gov.in' ওয়েবসাইটে দেখা যাবে ভোটার তালিকা। State CEO / DEO ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in , National Voters’ Service Portal 'voters.eci.gov.in' বা NVSP সাইট 'nvsp.in' -এও দেখা যাবে ভোটারের নাম।
কলকাতাঃ বহু প্রতীক্ষিত খসড়া তালিকা প্রকাশ সময়ের অপেক্ষা। electoralsearch.eci.gov.in -এ ক্লিক করলেই দেখা যাবে ভোটারের নাম। SIR তালিকায় কীভাবে খুঁজবেন নিজের, পরিবারের সকলের নাম? CEO দফতরের ওয়েবসাইটে ইতিমধ্যেই বাদ যাওয়া নামের তালিকা প্রকাশ পেয়েছে। ওয়েবসাইটে লগ ইন করলেই দেখা যাচ্ছে বাতিল ভোটারদের নাম। ওয়েবসাইটে ক্লিক করে ডাউনলোড করা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫৮ লক্ষ ২০ হাজার মানুষের নাম বাদ গিয়েছে তালিকা থেকে।
SIR তালিকায় কীভাবে খুঁজবেন নিজের নাম? electoralsearch.eci.gov.in-এই ওয়েবসাইটে দেখা যাবে নামের তালিকা।
কীভাবে সার্চ করবেন?
advertisement
*বিধানসভার নাম
*বুথ বা পার্ট নম্বর
*নিজের সর্বশেষ ভোটার কার্ড নম্বর
আরও পড়ুনঃ প্রায় ৫৮ লক্ষের নাম বাদ! SIR-এ বাদ পড়া নাম কীভাবে দেখবেন? CEO দফতরের ওয়েবসাইটে তালিকা প্রকাশ
অনলাইনে নিজের নাম খুঁজবেন কীভাবে…
advertisement
Election Commission of India (ECI) ‘eci.gov.in‘ ওয়েবসাইটে দেখা যাবে ভোটার তালিকা। State CEO / DEO ওয়েবসাইট electoralsearch.eci.gov.in , National Voters’ Service Portal ‘voters.eci.gov.in‘ বা NVSP সাইট ‘nvsp.in‘ -এও দেখা যাবে ভোটারের নাম। দ্বিতীয় ধাপে ‘Search Name in Electoral Roll’/ ‘Draft Roll’ অপশন খুঁজুন, সাইটে ‘Search your name in the voter list’ বা ‘Draft Electoral Roll’ লিঙ্ক খুলুন। এবারে নীচে যে তথ্য চাওয়া হবে, সেগুলি পর পর দিতে হবে।
advertisement
মূলত তিনভাবে খোঁজা যাবে তালিকায় নিজের নাম। EPIC/Voter ID নম্বর দিয়ে খোঁজা সবচেয়ে সহজ হলেও, নিজের ব্যক্তিগত তথ্য এবং মোবাইল নম্বর দিয়েও আপনি তালিকায় নিজের নাম খুঁজতে হবে। তালিকার নাম খুঁজতে কী কী তথ্য আপনাকে দিতে হবে?
*EPIC/Voter ID নম্বর
*নাম, জন্ম তারিখ
*জেলার নাম
*Assembly Constituency
*Captcha কোড
*তারপর Search বা Show বোতামে ক্লিক করুন। এতেই দেখতে পাবেন আপনার নাম রয়েছে কিনা তালিকায়।
এদিকে, আজ মঙ্গলবারই SIR-এর খসড়া তালিকা হাতে পাবেন বুথ লেভেল অফিসাররা। জেলা শাসকের দফতর থেকে BLO-দের কাছে খসড়া তালিকা দেওয়া হবে। খসড়া তালিকার কপি পাবে সব রাজনৈতিক দলও। এছাড়া DEO, DM ওয়েবসাইট, BLO-র কাছে পাওয়া যাবে খসড়া তালিকা। BLO-র কাছে অফলাইনেও পাওয়া যাবে নাম বাদের খসড়া তালিকা।
advertisement
আরও পড়ুনঃ একের পর এক বাস-গাড়ির সংঘর্ষ! মৃত ৪, আহত একাধিক, ঘন কুয়াশায় দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়ঙ্কর দুর্ঘটনা
প্রায় ৫৮ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে তালিকা থেকে। SIR-এ কাদের নাম বাদ গেল? জানা গিয়েছে, মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট ভোটারদের নাম বাদ গিয়েছে তালিকা থেকে, পাশাপাশি যে সব ভোটারদের কোনও খোঁজ মেলেনি, তাদের নামও নেই। তালিকায় রয়েছে প্রায় ৫৮ লক্ষ নাম, যাদের মধ্যে ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২ মৃত ভোটার। খোঁজ পাওয়া যায়নি ১২ লক্ষ ২০ হাজার ৩৮ ভোটারের। অনুপস্থিত ছিলেন ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ ভোটার। ডুপ্লিকেট নাম থাকায় বাদ পড়েছে ১ লক্ষ ৩৮ হাজার ৩২৮।
advertisement
আপনার নাম কি বাদের তালিকায়? দেখে নিন ceowestbengal.wb.gov.in/asd_sir – এই ওয়েব পেজে লগ ইন করে। এখানেই দেখা যাবে বাদ যাওয়া নামের তালিকা। ওয়েবসাইটে ক্লিক করে ডাউনলোড করা যাচ্ছে তালিকা। নিজের নাম, আত্মীয়, প্রতিবেশীদের নাম বাদ পরেছে কিনা জানা যাচ্ছে ওয়েবসাইটে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 16, 2025 11:11 AM IST







