দুর্গাপুজোয় ছুটি...? রাজ্যের পুলিশ কর্মীদের জন্য বড় খবর! জেলায় জেলায় পুলিশ কর্তাদের বিরাট বার্তা জাভেদ শামিমের
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
West Bengal Police: কলকাতা পুলিশের পর এবার রাজ্য পুলিশ, আসন্ন উৎসবে পুলিশ আধিকারিক থেকে কর্মীদের ছুটি না নেওয়ার পরামর্শ জানিয়ে সমস্ত জেলার পুলিশ কর্তাদের কাছে বার্তা পাঠালেন রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম।
কলকাতা: কলকাতা পুলিশের পর এবার রাজ্য পুলিশ, আসন্ন উৎসবে পুলিশ আধিকারিক থেকে কর্মীদের ছুটি না নেওয়ার পরামর্শ জানিয়ে সমস্ত জেলার পুলিশ কর্তাদের কাছে বার্তা পাঠালেন রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম।
রাজ্য পুলিশ ডিরেক্টরেট সূত্রে খবর, ২০২৫ সালের দুর্গাপুজো থেকে ছট পুজো পর্যন্ত রাজ্য পুলিশের সর্বস্তরের পুলিশ কর্তা থেকে পুলিশ কর্মীকে ছুটি দেওয়া থেকে বিরত থাকতে নির্দেশ পাঠানো হয়েছে।
advertisement
২০ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এই নির্দেশিকা পালন করতে বলা হয়েছে। জরুরি অবস্থা এবং মেডিক্যাল এমার্জেন্সির মতও কিছু কারণ থাকলে তা বিবেচনা করা হবে অর্থাৎ সেই কর্মচারীকে ছুটি দেওয়া যাবে।
advertisement
পুজোর দিনগুলো রাজ্য জুড়ে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে সমস্ত পুলিশ কর্মীদের সতর্ক ও সজাগ থাকতেও বলা হয়েছে। সেইসঙ্গে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। গুজব ছড়ানো হচ্ছে বা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে আঁচ করতে পারলেই দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে ভবানী ভবনের তরফে। লক্ষ্য এক, উৎসবের দিনগুলিতে রাজ্যবাসী নির্বিঘ্নে আনন্দে মেতে উঠুক, তা সুনিশ্চিত করা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 05, 2025 12:58 PM IST