পরিবার পিছু ১ কোটি টাকা...! রেল কর্মীদের জন্য এল SBI-এর বিরাট সুখবর! কারা পাবেন সুবিধা? জানুন বিস্তারিত
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Indian Railways: ভারতীয় রেলের কর্মীদের জন্য এবার বড় ঘোষণা রেলের। রেলে কর্মরত প্রত্যেক কর্মী এবং পরিবার পিছু এক কোটি টাকা দেওয়ার ব্যবস্থা করল ভারতীয় রেল। আর তাতেই পুজোর মুখে বড় সুখবর রেল কর্মীদের ঘরে ঘরে।
ভারতীয় রেলের কর্মীদের জন্য এবার বড় ঘোষণা রেলের। রেলে কর্মরত প্রত্যেক কর্মী এবং পরিবার পিছু এক কোটি টাকা দেওয়ার ব্যবস্থা করল ভারতীয় রেল। আর তাতেই পুজোর মুখে বড় সুখবর রেল কর্মীদের ঘরে ঘরে।
advertisement
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে হাত মিলিয়ে এই নয়া উদ্যোগ নিয়েছে রেল। সোমবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উপস্থিতিতিতে এই সংক্রান্ত একটি সমঝোতা পত্র অর্থাৎ মৌ স্বাক্ষর করা হয়েছে বলে রেলসূত্রে খবর।
advertisement
রেল কর্মীদের এক কোটি টাকা দেবে এসবিআই, কারা কারা পাবেন?সূত্রের খবর, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উপস্থিতিতে এসবিআইয়ের সঙ্গে স্বাক্ষরিত মউ অনুযায়ী রেল কর্মীরা মূলত দুর্ঘটনা বিমা বাবদই এই এক কোটি টাকা পেতে চলেছেন। এছাড়াও আর কী কী সুবিধা মিলবে এই চুক্তির কারণে?
advertisement
এসবিআই ও রেলের এই নতুন সমঝোতা অনুযায়ী, যেসমস্ত রেল কর্মীদের এসবিআইতে স্যালারি অ্যাকাউন্ট রয়েছে, তাঁরা দুর্ঘটনা বিমা বাবদ এক কোটি টাকা পর্যন্ত করে পাবেন।
advertisement
রেল সূত্রে খবর, বর্তমানে ভারতীয় রেলের ৭ লক্ষ কর্মচারীর স্যালারি অ্যাকাউন্ট রয়েছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। তাঁদের জন্য কোনও রকম প্রিমিয়াম ছাড়া ১০ লক্ষ টাকা জীবন বিমা বাবদ ধার্য করা রয়েছে বলে জানা যাচ্ছে।
advertisement
এই নতুন সমঝোতার ফলে কর্মরত অবস্থায় এই রেল কর্মীদের মৃত্যু ঘটলে তাঁদের পরিবার জীবন বিমা বাবদ ১০ লক্ষ টাকা করে পাবেন রেল এবং এসবিআই এর তরফে। নতুন স্বাক্ষরিত সমঝোতা অনুযায়ী, কোনও রেল কর্মীর যদি বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় তবে তাঁরe পরিবার পাবে ১ কোটি ৬০ লক্ষ টাকা।
advertisement
মূলত ট্রেন চালক, গার্ডদের মতো গ্রুপ সি কর্মী, যাদের দুর্ঘটনার সম্ভাবনা সবথেকে বেশি থাকে তাদের জন্যই এই বিমার ব্যবস্থা করা হয়েছে বলে জানা যাচ্ছে রেল সূত্রে।
advertisement