ট্রেনের আপার বার্থে পাশ ফিরে ঘুমোচ্ছিলেন যাত্রী..., পাশেই সাদা রঙের ওটা কী? দেখতেই ঘাম ছুটল সহযাত্রীর!

Last Updated:
Indian Railways: সম্প্রতি ট্রেনের এমনই একটি দৃশ্যের ভিডিও ভাইরাল হয়েছে যেখানে যা দেখা গেল তা দেখেই চক্ষুচড়কগাছ সোশ্যাল মিডিয়ায়। ঝড়ের গতিতে আসছে কমেন্ট!
1/10
ইন্টারনেটে প্রতিদিন অসংখ্য ভিডিও ভাইরাল হয়। এমন অনেক ভিডিও চোখে পরে যা রাস্তা ঘটে পথচলতি সময়ে অনেকেই তুলে থাকেন। আর বিশেষ কিছু কারণে মুহূর্তের মধ্যে গোটা দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।
ইন্টারনেটে প্রতিদিন অসংখ্য ভিডিও ভাইরাল হয়। এমন অনেক ভিডিও চোখে পরে যা রাস্তা ঘটে পথচলতি সময়ে অনেকেই তুলে থাকেন। আর বিশেষ কিছু কারণে মুহূর্তের মধ্যে গোটা দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।
advertisement
2/10
সম্প্রতি ট্রেনের এমনই একটি দৃশ্যের ভিডিও ভাইরাল হয়েছে যেখানে যা দেখা গেল তা দেখেই চক্ষুচড়কগাছ সোশ্যাল মিডিয়ায়। ঝড়ের গতিতে আসছে কমেন্ট!
সম্প্রতি ট্রেনের এমনই একটি দৃশ্যের ভিডিও ভাইরাল হয়েছে যেখানে যা দেখা গেল তা দেখেই চক্ষুচড়কগাছ সোশ্যাল মিডিয়ায়। ঝড়ের গতিতে আসছে কমেন্ট!
advertisement
3/10
আজব এই রিলে একজন ব্যক্তি ট্রেনে উঠে এমন এক কাণ্ড ঘটিয়েছিলেন যে সকলের চোখ কপালে উঠে গিয়েছিল। ওই যাত্রী ট্রেনে জেনারেল কোচে উঠে এমন কাণ্ড করে বসলেন যা দেখার পর আপনিও অবাক হয়ে যাবেন।
আজব এই রিলে একজন ব্যক্তি ট্রেনে উঠে এমন এক কাণ্ড ঘটিয়েছিলেন যে সকলের চোখ কপালে উঠে গিয়েছিল। ওই যাত্রী ট্রেনে জেনারেল কোচে উঠে এমন কাণ্ড করে বসলেন যা দেখার পর আপনিও অবাক হয়ে যাবেন।
advertisement
4/10
ট্রেনের প্রতিটি কোচ এমনভাবে তৈরি করা হয় যাতে যাত্রীরা সমান পরিমাণে হাওয়া-বাতাস পান। তবে, তা সত্ত্বেও গরমে বেশিরভাগ সময়ই ট্রেনে উঠলে হাঁসফাঁস হাল হয় যাত্রীদের। বিশেষ করে আপার বার্থে তো শোওয়া দূরস্থান, বসাও যায় না গরমের চোটে।
ট্রেনের প্রতিটি কোচ এমনভাবে তৈরি করা হয় যাতে যাত্রীরা সমান পরিমাণে হাওয়া-বাতাস পান। তবে, তা সত্ত্বেও গরমে বেশিরভাগ সময়ই ট্রেনে উঠলে হাঁসফাঁস হাল হয় যাত্রীদের। বিশেষ করে আপার বার্থে তো শোওয়া দূরস্থান, বসাও যায় না গরমের চোটে।
advertisement
5/10
আর সেই হালেই মানুষ এমন কিছু বুদ্ধি বের করে বসেন যা অভূতপূর্ব। যা দেখে মুহূর্তে হতভম্ভ হয়ে যেতে হয়। এটি এমনই একটি ঘটনার অদ্ভুত দৃশ্যের ভিডিও। সোশ্যাল মিডিয়ায় মানুষের মধ্যে এটি সম্প্রতি চরম ভাইরাল হয়ে গিয়েছে দাবানলের মতোই।
আর সেই হালেই মানুষ এমন কিছু বুদ্ধি বের করে বসেন যা অভূতপূর্ব। যা দেখে মুহূর্তে হতভম্ভ হয়ে যেতে হয়। এটি এমনই একটি ঘটনার অদ্ভুত দৃশ্যের ভিডিও। সোশ্যাল মিডিয়ায় মানুষের মধ্যে এটি সম্প্রতি চরম ভাইরাল হয়ে গিয়েছে দাবানলের মতোই।
advertisement
6/10
ভারতীয় রেলের নিয়মে স্পষ্টভাবে বলা আছে যে, ট্রেনের সকেটে শুধুমাত্র কম বিদ্যুৎ খরচকারী ডিভাইসই চার্জ করা যাবে। অর্থাৎ, খুব কম বিদ্যুৎ খরচ করে এমন ডিভাইসই চালানো সম্ভব ট্রেনে।
ভারতীয় রেলের নিয়মে স্পষ্টভাবে বলা আছে যে, ট্রেনের সকেটে শুধুমাত্র কম বিদ্যুৎ খরচকারী ডিভাইসই চার্জ করা যাবে। অর্থাৎ, খুব কম বিদ্যুৎ খরচ করে এমন ডিভাইসই চালানো সম্ভব ট্রেনে।
advertisement
7/10
এই তালিকায় রয়েছে মোবাইল ফোন, পাওয়ার ব্যাঙ্ক, ল্যাপটপ বা অনুরূপ গ্যাজেট। তবে সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি মহানন্দে ট্রেনে কুলার চালাচ্ছেন। এই ভিডিওটি ভাইরাল হলে, সবাই অবাক হয়ে যান। কারণ ট্রেনের এই ধরণের সকেটে উচ্চ শক্তির ডিভাইস লাগানোতে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে।
এই তালিকায় রয়েছে মোবাইল ফোন, পাওয়ার ব্যাঙ্ক, ল্যাপটপ বা অনুরূপ গ্যাজেট। তবে সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি মহানন্দে ট্রেনে কুলার চালাচ্ছেন। এই ভিডিওটি ভাইরাল হলে, সবাই অবাক হয়ে যান। কারণ ট্রেনের এই ধরণের সকেটে উচ্চ শক্তির ডিভাইস লাগানোতে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে।
advertisement
8/10
ভাইরাল এই দৃশ্যটি রেলের জেনারেল কোচের। যেখানে একজন ব্যক্তিকে একটি কুলার নিয়ে ঘুমাতে দেখা যাচ্ছে। আর সেই কুলার চালিয়েই ট্রেনের যাত্রীকে তার উপরের বার্থে দিব্যি আরামে শুয়ে থাকতে দেখা যাচ্ছে।
ভাইরাল এই দৃশ্যটি রেলের জেনারেল কোচের। যেখানে একজন ব্যক্তিকে একটি কুলার নিয়ে ঘুমাতে দেখা যাচ্ছে। আর সেই কুলার চালিয়েই ট্রেনের যাত্রীকে তার উপরের বার্থে দিব্যি আরামে শুয়ে থাকতে দেখা যাচ্ছে।
advertisement
9/10
বস্তুত, গরম এড়াতে এই যাত্রী হয়তো এই ব্যবস্থা করে থাকতে পারেন, কিন্তু রেলের নিয়ম অনুসারে, এই কাজটি গুরুতর অপরাধের আওতায় পড়ে। মাত্র ১৭ সেকেন্ডের এই ভিডিওটি কোচে ভ্রমণকারী একজন যাত্রী ক্যামেরায় তুলে নেন এবং পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
বস্তুত, গরম এড়াতে এই যাত্রী হয়তো এই ব্যবস্থা করে থাকতে পারেন, কিন্তু রেলের নিয়ম অনুসারে, এই কাজটি গুরুতর অপরাধের আওতায় পড়ে। মাত্র ১৭ সেকেন্ডের এই ভিডিওটি কোচে ভ্রমণকারী একজন যাত্রী ক্যামেরায় তুলে নেন এবং পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
advertisement
10/10
উল্লেখ্য, এই ভিডিওটি X-এ @Taza_Tamacha নামে একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। এই খবর লেখার সময় পর্যন্ত, হাজার হাজার মানুষ এটি দেখেছেন এবং মন্তব্য বিভাগে নানা মজাদার মন্তব্যও করতে দেখা গিয়েছে নেটিজেনদের।
উল্লেখ্য, এই ভিডিওটি X-এ @Taza_Tamacha নামে একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। এই খবর লেখার সময় পর্যন্ত, হাজার হাজার মানুষ এটি দেখেছেন এবং মন্তব্য বিভাগে নানা মজাদার মন্তব্যও করতে দেখা গিয়েছে নেটিজেনদের।
advertisement
advertisement
advertisement