Abhishek Banerjee: কোচবিহার টু কাকদ্বীপ, শেষ হচ্ছে নবজোয়ার! তারপরেই শনিবার মেগা বৈঠকে মমতা-অভিষেক

Last Updated:

পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ করানোর জন্য বার্তা আগেই দিয়েছে শাসকদল। যদিও একাধিক জায়গা থেকে মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে নানা অশান্তির খবর এসেছে৷ তাই এই বৈঠক থেকে মমতা-অভিষেক গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন বলে মনে করা হচ্ছে।

কলকাতা: আগামী ৮ জুলাই এ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন৷ আজ, বৃহস্পতিবারই শেষ হচ্ছে মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রক্রিয়া৷ অন্যদিকে, আগামিকাল, অর্থাৎ, শুক্রবার কাকদ্বীপে শেষ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা৷ তারপর শনিবারই কালীঘাটে বসছে হাই প্রোফাইল বৈঠক৷
জানা গিয়েছে, আগামী শনিবার তৃণমূলের নির্বাচনী কমিটির বৈঠক হতে চলেছে কালীঘাটে৷ বৈঠকে উপস্থিত থাকার সম্ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। থাকবেন বেশ কিছু সাংসদ ও বিধায়কও। কালীঘাটে শনিবার বিকেল ৩ টের সময় হবে এই বৈঠক  হওয়ার কথা।
আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের আগে বড় চমক! এক মঞ্চে মমতা-অভিষেক, কাকদ্বীপ থেকে এবার কী বার্তা?
আগামিকাল কাকদ্বীপে শেষ হচ্ছে নবজোয়ার যাত্রা। আজ শেষ হচ্ছে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রক্রিয়া। এই অবস্থায় আগামী শনিবারের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল৷
advertisement
advertisement
দলীয় সূত্রে খবর, এদিনের বৈঠকে পঞ্চায়েত ভোটের প্রচার এবং দলীয় কৌশল নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে৷ একই সাথে কর্মীদের প্রতিও থাকবে বার্তা। ইতিমধ্যেই, পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার কাজে নজর রাখার জন্য একাধিক নেতাকে বিশেষ দায়িত্ব দিয়ে জেলায় পাঠানো হয়েছে৷
advertisement
আরও পড়ুন: গরমের ছুটি শেষ! এবার ‘টার্গেট’ সিলেবাস, ক্ষতি সামাল দিতে কি বাতিল হচ্ছে শনিবারের ছুটি?
পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ করানোর জন্য বার্তা আগেই দিয়েছে শাসকদল। যদিও একাধিক জায়গা থেকে মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে নানা অশান্তির খবর এসেছে৷ তাই এই বৈঠক থেকে মমতা-অভিষেক গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন বলে মনে করা হচ্ছে।
advertisement
আগামিকাল মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় একসঙ্গে কাকদ্বীপে রাজনৈতিক সমাবেশে হাজির থাকবেন৷ আগামী ২২ তারিখ থেকে সভা করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: কোচবিহার টু কাকদ্বীপ, শেষ হচ্ছে নবজোয়ার! তারপরেই শনিবার মেগা বৈঠকে মমতা-অভিষেক
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement