Summer Holiday: গরমের ছুটি শেষ! এবার ‘টার্গেট’ সিলেবাস, ক্ষতি সামাল দিতে কি বাতিল হচ্ছে শনিবারের ছুটি?
- Published by:Satabdi Adhikary
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
পাশাপাশি, নির্দেশিকায় এ-ও বলা হয়েছে, ছাত্রছাত্রীদের স্বার্থে স্কুল কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত নেবেন, তা সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকাদের মানতে হবে। সম্প্রতি স্কুলে নিয়ম-শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিশেষ কিছু গাইডলাইন জারি করে মধ্যশিক্ষা পর্ষদ। জানানো হয়েছে, প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া স্কুল থেকে বেরতে পারবেন না শিক্ষকশিক্ষিকারা৷ টিফিন টাইমেও স্কুল থেকে বেরনো যাবে না৷
কলকাতা: লম্বা গরমের ছুটির পর আগামিকাল, বৃহস্পতিবার থেকেই রাজ্যজুড়ে খুলছে স্কুল। কিন্তু, টানা গরমের ছুটির জেরে ছাত্রছাত্রীদের পঠন পাঠনে অনেকটাই ক্ষতি হয়ে গিয়েছে বলে মনে করছে স্কুল শিক্ষা দফতর৷ এবার তাই সেই ক্ষতির সামাল দিতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হচ্ছে বলে সূত্রের খবর৷ এ নিয়ে বিভিন্ন স্কুল ইতিমধ্যে বিশেষ নির্দেশ পাঠাতে শুরু করে দিয়েছেন বিদ্যালয় পরিদর্শকেরা৷
টার্গেট সিলেবাস সম্পূর্ণ করা৷ সূত্রের খবর, দীর্ঘ গরমের ছুটিতে ক্লাসরুমে যে পঠন-পাঠনের ক্ষতি হয়েছে, তা পূরণ করতে অতিরিক্ত ক্লাস করানোর নির্দেশিকা আগেই দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। এবার সেই নির্দেশিকাকে সামনে রেখে বিভিন্ন জেলার বিদ্যালয় পরিদর্শকরা ফের চিঠি পাঠাচ্ছেন স্কুলগুলিকে৷ জানাচ্ছেন, স্কুল খুললেই যাতে সিলেবাস শেষ করাতে অতিরিক্ত ক্লাস করানো হয় ছাত্র-ছাত্রীদের।
advertisement
আরও পড়ুন: ‘কার’ নির্দেশে পার্থকে দিয়ে ফাইল সই? নাম জানতে মরিয়া CBI, বিরাট পদক্ষেপ
বিশেষত, চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আনা হয়েছে। সেক্ষেত্রে, ছাত্রছাত্রীদের সিলেবাস সময় মাফিক শেষ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এ বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে স্কুল শিক্ষা দফতরের তরফে।
advertisement
ইতিমধ্যেই এই নির্দেশ পেয়ে একাধিক স্কুল শনিবারও পুরোদমে স্কুল চালু রাখার কথা ভাবতে শুরু করেছে। রাজ্যের সরকারি ও সরকারি নিয়ন্ত্রিত স্কুলগুলিতে শনিবার সাধারণত হাফ ছুটি দিয়ে দেওয়া হয়। কিন্তু, এবার একাধিক স্কুল শনিবার পুরো স্কুল করানোর কথাই ভাবতে শুরু করেছে বলেই জানা গেছে।
advertisement
পাশাপাশি, যেহেতু এতদিন পর স্কুল খুলছে, তার জন্য বিভিন্ন মশা বাহিত রোগ অর্থাৎ ডেঙ্গি, ম্যালেরিয়া আটকাতে স্কুলের চারপাশ যাতে পরিষ্কার করা হয়, তা নিয়ে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষত, স্কুল চত্বর পরিষ্কার করার পাশাপাশি স্কুল সংলগ্ন এলাকাতেও যাতে কোনও ময়লা জমে না থাকে এবং জল জমার যাতে কোনও পরিস্থিতি তৈরি না হয়, তা নিয়েও বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷
advertisement
আরও পড়ুন: বর্ষা ঢুকেছে বঙ্গে, কিন্তু তা-ও গরম কমছে কই! তাপপ্রবাহ থেকে কবে মুক্তি.. কী বলছে হাওয়া অফিস?
পাশাপাশি, নির্দেশিকায় এ-ও বলা হয়েছে, ছাত্রছাত্রীদের স্বার্থে স্কুল কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত নেবেন, তা সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকাদের মানতে হবে। সম্প্রতি স্কুলে নিয়ম-শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিশেষ কিছু গাইডলাইন জারি করে মধ্যশিক্ষা পর্ষদ। জানানো হয়েছে, প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া স্কুল থেকে বেরতে পারবেন না শিক্ষকশিক্ষিকারা৷ টিফিন টাইমেও স্কুল থেকে বেরনো যাবে না৷
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
June 14, 2023 12:08 PM IST