West Bengal Municipal Election 2021: রাজ্যে পুরভোট নিয়ে চূড়ান্ত বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা সোমবার? নজরে কমিশনের সর্বদল বৈঠক...

Last Updated:

West Bengal Municipal Election 2021: চলতি সপ্তাহে হাই কোর্টে হলফনামা দিয়ে কমিশন জানিয়েছিল, ২২ জানুয়ারি ও ২৭ ফেব্রুয়ারি বাকি থাকা পুরসভাগুলির ভোট সেরে ফেলা হবে।

রাজ্য নির্বাচন কমিশনে
রাজ্য নির্বাচন কমিশনে
#কলকাতা: ২২ শে জানুয়ারি বাকি ৫ পুর নিগমের ভোট করা নিয়ে সর্বদল বৈঠক ডাকল রাজ্য নির্বাচন কমিশন। এ বিষয়ে সব স্বীকৃত রাজনৈতিক দলের কাছে চিঠি পাঠাচ্ছে কমিশন (West Bengal Municipal Election 2021)। বৈঠক আগামিকাল সোমবার দুপুর ২ টোয়। রাজ্য নির্বাচন কমিশনের দফতরে হবে এই বৈঠক।
চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি না হলেও রাজ্যের মেয়াদ উর্তীর্ণ পুরসভাগুলির ভোট প্রক্রিয়া নিয়ে দিন-ক্ষণ নিয়ে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (State Election Commission)। তারা দু-দফায় নির্বাচন করার কথা বলেছেন। সেই মতো প্রথম দফায় ২২ শে জানুয়ারি হাওড়া, চন্দননগর, শিলিগুড়ি, বিধাননগর ও আসানসোল পুরনিগমের ভোট (West Bengal Municipal Election 2021) সংঘটিত হওয়ার কথা। যদিও, হাওড়া বিলে সই না হওয়া পর্যন্ত এই হাওড়া পুর নিগমের ভোট সম্ভব নয়। এবার সেই সব বিষয়গুলি নিয়েই সর্বদল বৈঠক ডেকেছে রাজ্য নির্বাচন কমিশন।
advertisement
advertisement
প্রসঙ্গত, চলতি সপ্তাহে হাই কোর্টে (Calcutta High Court) হলফনামা দিয়ে কমিশন জানিয়েছিল, ২২ জানুয়ারি ও ২৭ ফেব্রুয়ারি বাকি থাকা পুরসভাগুলির ভোট সেরে ফেলা হবে। প্রথম দফায় ২২ জানুয়ারি হাওড়া, চন্দননগর, বিধাননগর, শিলিগুড়ি ও আসানসোল পুর নিগমের নির্বাচন হবে। দ্বিতীয় দফায় ২৭ ফেব্রুয়ারি বাকি ১০৯টি পুরসভার (West Bengal Municipal Election 2021) ভোটগ্রহণ হবে। ভোটের দিনক্ষণ স্থির করার ক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশন যে বিষয়গুলি মাথায় রেখেছে তার উল্লেখ হলফনামায় রয়েছে।
advertisement
সামনের বছরের মার্চ এবং এপ্রিলে রয়েছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা। তাই ভোটের দিনক্ষণ স্থির করার ক্ষেত্রে সে বিষয়টি মাথায় রেখেছে রাজ্য নির্বাচন কমিশন। এছাড়া প্রথম দফায় যে ৬টি পুরসভায় ভোট করার কথা ভাবা হয়েছে, সেক্ষেত্রে ইভিএমের (EVM) কোনও অপ্রতুলতা হবে না বলেও হলফনামায় উল্লেখ করেছে রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)।
advertisement
সম্ভবত সোমবার সর্বদলীয় এই বৈঠকের পরেই পুরনিগমগুলির ভোট অর্থাৎ ২২ জানুয়ারি নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি (Notification) জারি হবে। এদিনের বৈঠকের পর কমিশনের কর্তারা সাংবাদিক বৈঠক করতে পারেন বলে সূত্রের খবর। পরবর্তী পর্যায়ে বাকি পুরসভাগুলির নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করবে কমিশন। তবে হাওড়া এবং বালির পুরসভার বিচ্ছেদ সংক্রান্ত বিল ‘দ্য হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন (সংশোধনী) ২০২১’ রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনে পাশ হয়ে গেলেও সেই বিলে এখনও রাজ্যপাল স্বাক্ষর করেননি। ফলে বাকি পুরসভাগুলির নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করলেও হাওড়া ও বালি পুরসভার নির্বাচনের বিষয়টি কার্যত এখনও সংশয়েই থাকছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Municipal Election 2021: রাজ্যে পুরভোট নিয়ে চূড়ান্ত বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা সোমবার? নজরে কমিশনের সর্বদল বৈঠক...
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement