#নয়াদিল্লি: বর্ষশুরুতেই পারদ চড়তে চলেছে ত্রিপুরায় (Tripura)। ২০২২ এর গোড়াতেই তৃণমূল-বিজেপির হেভিওয়েট নেতাদের আগরতলা সফরের সম্ভাবনা নিয়ে জল্পনা তুঙ্গে। আগেই জানা গিয়েছিল, বছরের শুরুতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন আগরতলা (Agartala) সফরে। আর ঘাসফুল শিবিরের হেভিওয়েট নেতার সফরের পরদিনই উত্তর-পূর্বের এই রাজ্যে পা দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুন: পুরভোটের আগে পোস্টার বিতর্ক! তৃণমূল-বিজেপির দোষারোপ-পাল্টা দোষারোপে সরগরম শিলিগুড়ি...
সূত্রের খবর এই সফরে মোদির সফর-সঙ্গী হিসেবে সঙ্গে থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। অন্যদিকে আগরতলার মহারাজা বীর বিক্রম (MBB) বিমানবন্দরে নতুন টার্মিনাল বিল্ডিং-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও থাকবে অন্যান্য কর্মসূচি। বছরের গোড়াতেই একের পর এক হাই প্রোফাইল নেতার আগরতলার সফর ঘিরে বাড়ছে রাজনৈতিক তৎপরতা।
সূত্রের খবর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC leader Abhishek Banerjee) আগরতলা (Tripura) সফরে যাচ্ছেন ২ জানুয়ারি। দেখা করবেন আক্রান্ত তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে। তৃণমূলের রাজভবন অভিযানের দিনও তিনি আগরতলায় থাকবেন বলে খবর। ফিরবেন পরের দিন অর্থাৎ ৩ জানুয়ারি। জানা গিয়েছে, এর ঠিক পরদিন অর্থাৎ ৪ জানুয়ারি-ই আগরতলা সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও (JP Nadda)।
আরও পড়ুন: ভয়াবহ তুষারপাতে সিকিমে আটক পর্যটকদের উদ্ধার করল সেনা জওয়ানরা, শুরু ফেরার পালা...
এই সফর প্রসঙ্গে ত্রিপুরার (Tripura) মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব জানিয়েছেন, “৪ জানুয়ারি প্রধানমন্ত্রী একদিনের সফরে আগরতলায় আসবেন। আগরতলার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন। একই সঙ্গে আসতে পারেন বিজেপির সভাপতি জেপি নাড্ডাও।” এদিকে তৃণমুল কংগ্রেসের আহ্বায়ক সুবল ভৌমিক জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন ২ জানুয়ারি। ৩ জানুয়ারি তাঁর কলকাতায় ফিরে যাওয়ার কথা।
অভিষেকের ফিরে যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রীর ত্রিপুরা সফরকে ঘিরে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। উল্লেখ্য, আর দেড় বছরের মধ্যেই ত্রিপুরা বিধানসভার নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দল। এ রাজ্যে সদ্য সমাপ্ত পুর নির্বাচনে ২০ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল। জাতীয় রাজনীতিতে মাটি শক্ত করতে মরিয়া তৃণমূলের এবার লক্ষ্য ত্রিপুরা ও গোয়া। স্থানীয় তৃণমূল সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় গিয়ে আক্রান্ত তৃণমূল কর্মীদের সঙ্গে কথা বলবেন। বৈঠক করবেন দলের শীর্ষ নেতাদের সঙ্গেও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Abhishek Banerjee, PM Modi, TMC Tripura