শনিবার প্রবল তুষারপাতের (Sikkim Tourists Rescued) জেরে না-থুলা পাসের কাছে সিকিমের ছাঙ্গুতে আটকে পড়ে পর্যটকবোঝাই গাড়িগুলি। সেগুলিই দিনের আলো ফুটতেই সেনাবাহিনীর তত্ত্বাবধানে এক এক করে ফিরতে শুরু করেছে গ্যাংটকের পথে। উদ্ধারের পর শনিবার রাতে পর্যটকদের সেনাছাউনিতে থাকার ব্যবস্থা করে সেনাবাহিনী। দেওয়া হয় খাওয়ার-জল ও অসুস্থ পর্যটকদের প্রাথমিক চিকিৎসা।
একটানা তুষারপাতের (Sikkim Tourists Rescued) ফলে রাস্তা কয়েক মিটার পুরু বরফের চাদরে ঢেকে যায়। এর জেরে যানচলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়। প্রশাসনিক সূত্রে খবর, প্রায় ২৭৫টি পর্যটক বোঝাই গাড়ি ছাঙ্গুতে আটকে পড়েছিল। বেড়াতে গিয়ে এরকম পরিস্থিতির সম্মুখীন হওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকরা।
প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, আবহাওয়া পরিষ্কার এবং রাস্তা থেকে বরফ পরিষ্কার না হওয়া পর্যন্ত পর্যটকদের গ্যাংটকে ফেরানো কঠিন। তবে বর্তমানে পর্যটকরা নিরাপদে রয়েছেন বলেই সিকিম প্রশাসন জানিয়েছে। প্রতিনিয়ত তাদের খোঁজ নিচ্ছে সিকিম প্রশাসন। এরপর আজ পরিস্থিতি খানিকটা উন্নত হলে ১২০ টি গাড়িতে পর্যটকদের গ্যাংটকে ফেরানোর বন্দোবস্ত করে সেনাবাহিনী।