Sikkim Tourists Rescued: ভয়াবহ তুষারপাতে সিকিমে আটক পর্যটকদের উদ্ধার করল সেনা জওয়ানরা, শুরু ফেরার পালা...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Sikkim Tourists Rescued: উদ্ধারের পর শনিবার রাতে পর্যটকদের সেনাছাউনিতে থাকার ব্যবস্থা করে সেনাবাহিনী। দেওয়া হয় খাওয়ার-জল ও অসুস্থ পর্যটকদের প্রাথমিক চিকিৎসা।
advertisement
শনিবার প্রবল তুষারপাতের জেরে না-থুলা পাসের কাছে সিকিমের ছাঙ্গুতে আটকে পড়ে পর্যটকবোঝাই গাড়িগুলি। সেগুলিই দিনের আলো ফুটতেই সেনাবাহিনীর তত্ত্বাবধানে এক এক করে ফিরতে শুরু করেছে গ্যাংটকের পথে। উদ্ধারের পর শনিবার রাতে পর্যটকদের সেনাছাউনিতে থাকার ব্যবস্থা করে সেনাবাহিনী। দেওয়া হয় খাওয়ার-জল ও অসুস্থ পর্যটকদের প্রাথমিক চিকিৎসা।
advertisement
advertisement
advertisement
advertisement
প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, আবহাওয়া পরিষ্কার এবং রাস্তা থেকে বরফ পরিষ্কার না হওয়া পর্যন্ত পর্যটকদের গ্যাংটকে ফেরানো কঠিন। তবে বর্তমানে পর্যটকরা নিরাপদে রয়েছেন বলেই সিকিম প্রশাসন জানিয়েছে। প্রতিনিয়ত তাদের খোঁজ নিচ্ছে সিকিম প্রশাসন। এরপর আজ পরিস্থিতি খানিকটা উন্নত হলে ১২০ টি গাড়িতে পর্যটকদের গ্যাংটকে ফেরানোর বন্দোবস্ত করে সেনাবাহিনী।