Subrata Mukherjee: গুরুতর অসুস্থ পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়! ভর্তি ICU-তে

Last Updated:

Subrata Mukherjee: হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে সুব্রত মুখোপাধ্যায়কে আইসিইউ-তে ভর্তি করা হয়েছে বলে খবর।

ফের হার্ট অ্যাটাক সুব্রত মুখোপাধ্যায়ের
ফের হার্ট অ্যাটাক সুব্রত মুখোপাধ্যায়ের
#কলকাতা: গুরুতর অসুস্থ রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। সোমবার সকালে বাড়িতেই অসুস্থ বোধ করেন তিনি। তড়িঘড়ি তাঁকে নিয়ে আসা হয় SSKM হাসপাতালে। সেখানে কার্ডিওলজি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পরই তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয়। হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয়েছে বলে খবর। তবে, হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর অবস্থা স্থিতিশীল।
বাংলার বিধানসভা ভোটের ফল প্রকাশের পর নারদ কাণ্ডে ফিরহাদ হাকিমদের সঙ্গে সুব্রত মুখোপাধ্যায়ও গ্রেফতার হয়েছিলেন। সেই সময়ও তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তখনও এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। ৭৬ বছর বয়সী পঞ্চায়েত মন্ত্রীর কোনও হার্টের সমস্যা আছে কিনা, তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা। তবে, তাঁকে বেশ কিছু ওষুধ খেতে হয়। কয়েক মাস আগেই নারদ মামলায় সপ্তাহ দুয়েক গ্রেফতারির সময় তাঁর অসুস্থতাও আশঙ্কায় ফেলেছিল তাঁর পরিচিত মহলকে।
advertisement
advertisement
বাম আমলে সুব্রত মুখোপাধ্য়ায়ের বিরুদ্ধে কড়েয়া থানায় দায়ের হওয়া একটি মামলায় দিন কয়েক আগে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত। ১৬ নভেম্বরের মধ্যে আদালতে আত্মসমর্পনের নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। তিনি অবশ্য তারপরপরই আদালতে আত্মসমর্পণ করেন। তাঁকে জামিন দেয় আদালত।
advertisement
এরপরই দুর্গাপুজো চলে আসে। সুব্রত মুখোপাধ্যায়ের পুজো বলে পরিচিত কলকাতার একডালিয়া এভারগ্রিনের পুজো নিয়ে ব্যস্ত হয়ে পড়েন পঞ্চায়েত মন্ত্রী। সেই পুজোর গুরুদায়িত্ব তাঁর কাঁধেই থাকে। ফলে পুজোর সময় শারীরিক যে ধকল পড়েছিল, তার প্রভাব সুব্রত মুখোপাধ্যায়ের উপর পড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Subrata Mukherjee: গুরুতর অসুস্থ পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়! ভর্তি ICU-তে
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement