Rabindra Jayanti By State Government: রবীন্দ্র জয়ন্তীতে ‘কৃষ্ণকলি আমি তারেই বলি’ গেয়ে উঠলেন সচিব বিবেক কুমার

Last Updated:

Rabindra Jayanti By State Government: ২০২১ সালে 'আমার কলকাতা' নামে প্রথম একক গানের অ্যালবাম প্রকাশিত হয়েছিল এই আইএএস অফিসারের।

সচিব বিবেক কুমার
সচিব বিবেক কুমার
কলকাতা:রবীন্দ্র জয়ন্তীতে রাজ্য সরকারের অনুষ্ঠানে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করে মঞ্চ মাতালেন রাজ্যের সচিব বিবেক কুমার। লাল পাঞ্জাবিতে, ‘কৃষ্ণকলি আমি তারেই বলি’ গাইলেন বন ও প্রাণী সম্পদ দফতরের সচিব।
এ দিন রাজ্য সরকারের উদ্যোগে আলিপুরের নবনির্মিত ধনধান্য স্টেডিয়ামে রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠিত হয়। সেখানে বাংলার এক ঝাঁক সঙ্গীত শিল্পী গান পরিবেশন করেন। আর সেখানেই মঞ্চ মাতালেন এই আইএএস অফিসার।
advertisement
advertisement
বন ও প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের দায়িত্ব গানের প্রতি তাঁর ভালবাসাকে কমাতে পারেনি এতটুকু। প্রশাসনিক কাজের ব্যস্ততার মধ্যেও গানের প্রতি তাঁর টান থেকেই তাঁকে নতুন ভূমিকায় পাওয়া গেল। ১৯৯০ সালের এই আইএএস আধিকারিক হিসেবে এ রাজ্যে কাজে যোগ দেন।
২০২১ সালে ‘আমার কলকাতা’ নামে প্রথম একক গানের অ্যালবাম প্রকাশিত হয়েছিল এই আইএএস অফিসারের। কলকাতাকে নিয়ে সুব্রত ঘোষ রায়ের লেখা সেই গানে সুর দিয়েছিলেন বিবেক কুমার নিজেই। এবার দ্বিতীয় অ্যালবামের গানের কথা কুমার দেবনাথের সুর বিবেক কুমারের।
advertisement
তথ্য ও সম্প্রচার দফতরের সচিব থাকাকালীন একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে নজরুল মঞ্চে গান গেয়েছিলেন বিবেক কুমার। তাঁর গানের গলা ও স্পষ্ট বাংলা উচ্চারণ শুনে উপস্থিত মানুষের পাশাপাশি মুখ্যমন্ত্রীও প্রশংসা করেছিলেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Rabindra Jayanti By State Government: রবীন্দ্র জয়ন্তীতে ‘কৃষ্ণকলি আমি তারেই বলি’ গেয়ে উঠলেন সচিব বিবেক কুমার
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement