Ragging: ক্যাম্পাসে এবার র্যাগিং রুখবে ISRO! সরাসরি ‘ব্যবস্থা’ করলেন রাজ্যপাল, যাদবপুরের উপাচার্যকেও নির্দেশ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
এছাড়াও, র্যাগিং রুখতে প্রযুক্তি গত ব্যবস্থা নিতে হায়দরাবাদের অ্যাডরিন সংস্থার সঙ্গেও রাজ্যপাল সি ভি আনন্দ বোস যোগাযোগ করেছিলেন বলে রাজভবন সূত্রে জানা গিয়েছে৷
কলকাতা: সদ্য সদ্য সাফল্য মিলেছে চন্দ্রযান ৩ এর৷ এখন চন্দ্রপৃষ্ঠে নমুনা সংগ্রহ করে এবং ছবি তুলে ব্যস্ত দিন কাটাচ্ছে রোভার ‘প্রজ্ঞান’৷ মহাকাশ গবেষণার নিরিখে বিশ্বে এক অনন্য স্থান অর্জন করেছে ভারত৷ আর সেটা সম্ভব হয়েছে ইসরোর বিজ্ঞানীদের মেধা এবং কঠিন পরিশ্রমের দৌলতে৷ সেই ইসরোর কাছেই এবার পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হওয়া র্যাগিং সমস্যার সমাধান চাইলেন রাজ্যপাল৷
রাজভবন সূত্রে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় চত্বরে র্যাগিং রুখতে পশ্চিমবঙ্গের রাজ্যপাল তথা, এই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির চ্যান্সেলর সরাসরি যোগাযোগ করেছিলেন ইসরোর চেয়ারম্যান সোমনাথের সঙ্গে৷ কী কী প্রযুক্তি এনে শিক্ষা ক্যাম্পাসে এই র্যাগিং চিরতরে বন্ধ করা সম্ভব, তা নিয়ে আলোচনাও হয়েছে তাঁদের মধ্যে৷
আরও পড়ুন: চাঁদের মাটিতে সরাসরি প্রস্রাব করলেই… ঘটবে এই অদ্ভুতুড়ে ঘটনা, বলছেন খোদ বিজ্ঞানীরাই
এছাড়াও, র্যাগিং রুখতে প্রযুক্তি গত ব্যবস্থা নিতে হায়দরাবাদের অ্যাডরিন সংস্থার সঙ্গেও রাজ্যপাল সি ভি আনন্দ বোস যোগাযোগ করেছিলেন বলে রাজভবন সূত্রে জানা গিয়েছে৷
advertisement
advertisement
এ বিষয়ে পূর্ণাঙ্গ সহযোগিতার আশ্বাস মিলেছে ইসরোর তরফেও৷ ভিডিও অ্যানালিটিক্স, ইমেজ ম্যাচিং অটোম্যাটিক টার্গেট রেকগনিশন এবং রিমোট সেন্সিংয়ের মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করে পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলির ক্যাম্পাসকে র্যাগিং মুক্ত করতে নতুন ব্যবস্থা প্রণয়নের ছক কষে দেবে ইসরো৷ এমনকি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান অন্তর্বর্তিকালীন ভিসি বুদ্ধদেব সাউকেও বিষয়টি ক্যাম্পাসে প্রণয়নের বিষয়ে ক্ষমতা প্রদান করা হয়েছে৷
advertisement
প্রসঙ্গত, গত ৯ অগাস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলের নীচে বিবস্ত্র, রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় বাংলা বিভাগের প্রথম বর্ষের নবাগত ছাত্র৷ পরের দিন ভোরে হাসপাতালে মৃত্যু হয় তার৷ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী রিপোর্টে উঠে এসেছে র্যাগিংয়ের তত্ত্ব৷ ওই ছাত্রকে নগ্ন অবস্থায় হস্টেলে প্যারেড করানো হয়ে থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরাও৷ সেই র্যাগিং থেকে বাঁচতেই বারান্দায় দৌড়োদৌড়ি করছিল ওই ছাত্র, তারপর কোনও ভাবে তিনতলা থেকে নীচে পড়ে যায়৷ ঘটনায় ইতিমধ্যেই ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
August 25, 2023 11:08 AM IST