Donald Trump: যৌন কেলেঙ্কারির পরে নির্বাচনে ঘোর কারচুপি, ফের গ্রেফতার ডোনাল্ড ট্রাম্প

Last Updated:

২০২০ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়ার রিপাবলিকান প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প৷ তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন৷ হাড্ডাহাড্ডি লড়াই শেষে জানানা জায় ১২ হাজারের বেশি ভোটে হেরে গিয়েছেন ট্রাম্প৷ এরপরেই তিনি অভিযোগ তোলেন নির্বাচণী গণনায় কারচুপি করা হয়েছে৷

নিউ ইয়র্ক: একের পর এক মামলা, একের পর এক কারচুপি। বিতর্কের অপর নামই যেন হয়ে গিয়েছে ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার আবারও গ্রেফতার করা হল আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টকে। আগের তথ্য গোপনে ঘুষ মামলার পরে এবার নির্বাচনে কারচুপি করার মতো গুরুতর অভিযোগ৷ বৃহস্পতিবার আটলান্টার ফুলটন কাউন্টির একটি কারাগারে আত্মসমর্পণ করেন তিনি৷
তবে জানা গিয়েছে, এদিন গ্রেফতারির পরে নাম মাত্র কিছু নিয়মবিধি পালন করে অবশ্য দু’লক্ষ টাকার বন্ডের বিনিময়ে জামিন পেয়ে যান ট্রাম্প৷ এর মিনিট কুড়ি পরেই কারাগার থেকে বেরিয়ে যান তিনি৷ সব মিলিয়ে সাকুল্যে ২০ মিনিট মতো কাটাতে হয়েছিল তাঁকে৷
আরও পড়ুন: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় এবার ডাক সুজিত বসুকে, ৩১ অগাস্ট জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের
২০২০ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়ার রিপাবলিকান প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প৷ তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন৷ হাড্ডাহাড্ডি লড়াই শেষে জানানা জায় ১২ হাজারের বেশি ভোটে হেরে গিয়েছেন ট্রাম্প৷ এরপরেই তিনি অভিযোগ তোলেন নির্বাচণী গণনায় কারচুপি করা হয়েছে৷
advertisement
advertisement
তবে ট্রাম্পের এই অভিযোগ ধোপে টেকেনি৷ এরপরে তাঁর বিরুদ্ধেই পাল্টা নির্বাচনে কারচুপি করার অভিযোগ ওঠে৷ সব মিলিয়ে ট্রাম্পের বিরুদ্ধে মোট ১৩টি অভিযোগ আনা হয়েছিল৷ তার মধ্যে ছিল জর্জিয়ার গুন্ডামি-বিরোধী র‌্যাকেটিয়ারিং আইন লঙ্ঘন করা, সরকারি কর্মকর্তার শপথ লঙ্ঘন এবং জালিয়াতির ষড়যন্ত্র।
advertisement
ট্রাম্পের সঙ্গে অভিযোগ আনা হয়েছিল তাঁর দুই ঘনিষ্ঠ সহযোগী, মার্ক মেডোস এবং রুডি জুলিয়ানির বিরুদ্ধে। তা ছাড়া, আমেরিকান বিচারবিভাগের তৎকালীন কর্তা জেফরি ক্লার্ক-সহ আরও ১৬ জনের বিরুদ্ধে একই রকম অভিযোগ আনা হয়েছে। তাঁদের সকলকেই আত্মসমর্পণের জন্য ২৫ অগাস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনেই বৃহস্পতিবার জর্জিয়ার ওই কারাগারে গিয়ে আত্মসমর্পণ করেন ট্রাম্প।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Donald Trump: যৌন কেলেঙ্কারির পরে নির্বাচনে ঘোর কারচুপি, ফের গ্রেফতার ডোনাল্ড ট্রাম্প
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement