SSKM: যাদবপুরের পরে SSKM! নার্সিং ছাত্রীর দেহ উদ্ধারের পরে তড়িঘড়ি পদক্ষেপ কর্তৃপক্ষের, খোঁজ নিল স্বাস্থ্যভবন
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ এসএসকেএম হাসপাতালের নার্সিং হস্টেলের চারতলার শৌচাগারে দ্বিতীয় বর্ষের এক নার্সিং ছাত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়৷ সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে৷ ওই ছাত্রীর বাড়ি রায়গঞ্জে৷ ঘটনার তদন্ত শুরু করেছে ভবানীপুর থানার পুলিশ৷
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনার রেশ এখনও কাটেনি৷ এরই মধ্যে আরও এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর খবর সামনে এল৷ এবার ঘটনাস্থল পশ্চিমবঙ্গের প্রথমসারির সরকারি হাসপাতাল এসএসকেএম মেডিক্যাল কলেজ৷ এসএসকেএম হাসপাতালের নার্সিং হোস্টেলের শৌচাগারে দ্বিতীয় বর্ষের এক নার্সিং ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে৷ কী ভাবে ঘটল এই ঘটনা? কারণ জানতে তদন্ত কমিটি গঠন করলেন কর্তৃপক্ষ৷
হাসপাতাল সূত্রের খবর, এসএসকেএম-এর ডিরেক্টর সহ আধিকারিকদের নিয়ে গঠন করা হয়েছে এই তদন্ত কমিটি। গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট নিয়েছে স্বাস্থ্য ভবন। এই ঘটনায় যে অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে স্বাস্থ্য ভবনকে তা জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ৷ তার পরেই অভ্যন্তরীণ তদন্ত কমিটিকে দ্রুত রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।
advertisement
আরও পড়ুন: ‘কড়া বকা’ খেলেন বাবুল সুপ্রিয়! পর্যটনমন্ত্রীর উপরে বেজায় রেগে গেলেন বিধানসভার স্পিকার
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ এসএসকেএম হাসপাতালের নার্সিং হস্টেলের চারতলার শৌচাগারে দ্বিতীয় বর্ষের এক নার্সিং ছাত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়৷ সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে৷ ওই ছাত্রীর বাড়ি রায়গঞ্জে৷ ঘটনার তদন্ত শুরু করেছে ভবানীপুর থানার পুলিশ৷
advertisement
advertisement
সূত্রের খবর, এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট উদ্ধার করা হয়নি৷ তবে, ওই ছাত্রী কোনও শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার হয়েছেন কি না, সে বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
August 24, 2023 1:54 PM IST